Hybrid XE Variant Latest Update: ভারতে কোভিডের এক্সই ভ্যারিয়েন্ট নেই! আতঙ্কের মাঝে সরকারি সূত্র কী জানাল?


একই সন্ধ্যের মধ্যে দুই ধরনের বার্তা উঠে এল ভারতে এক্স ই ভ্যারিয়েন্টের প্রবেশ নিয়ে। সন্ধ্যে শুরু হতেই ৬ এপ্রিল জানা যায়, ভারতে প্রথম কোভিড হাইব্রিড এক্সই ভ্যারিয়েন্টের সন্ধান মিলিছে। এরপর সন্ধ্যে খানিকটা গড়াতেই ভারতের জিনোমিক কনসার্টিয়াম INSACOG জানিয়ে দেয় ‘বর্তমান প্রমাণগুলি থেকে এটা বলা যাচ্ছে না যে এগুলি কোভিডের এক্সই ভ্যারিয়েন্টরই।’ প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ভারতে সত্যিই এক্স ই ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে?

উল্লেখ্য, এর আগে মুম্বই প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে সেখানে বিভিন্ন নমুনার মাঝে কোভিডের এই সবচেয়ে বেশি সংক্রামক ভ্যারিয়েন্টটি প্রবেশ করেছে। তবে সময় গড়াতেই মুম্বইয়ের টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, কোভিডের এক্সই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে কোভিড বিধিপালন করে চলার বার্তা দিয়েছে মুম্বই প্রশাসন। এদিকে, INSACOG-এর তরফে বলা হচ্ছে, নমুনাগুলির ফাস্ট কিউ ফাইলস ধরে যে এক্সই ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছিল, সেগুলি বিশ্লেষণ করেছে আইএনসএসিওজি। সেখানে বলা হচ্ছে, নমুনার ভ্যারিয়েন্টের জিনোমিত গঠনগত দিক এক্সইর জিনোমিক ছবির সঙ্গে মিলছে না। ফলে বর্তমান প্রমাণ থেকে ভারতে এক্সই ভ্যারিয়েন্ট এসেছে এমনটা বলা যাচ্ছে না।

একই সন্ধ্যের মধ্যে দুই ধরনের বার্তা উঠে এল ভারতে এক্স ই ভ্যারিয়েন্টের প্রবেশ নিয়ে। সন্ধ্যে শুরু হতেই ৬ এপ্রিল জানা যায়, ভারতে প্রথম কোভিড হাইব্রিড এক্সই ভ্যারিয়েন্টের সন্ধান মিলিছে। এরপর সন্ধ্যে খানিকটা গড়াতেই ভারতের জিনোমিক কনসার্টিয়াম INSACOG জানিয়ে দেয় ‘বর্তমান প্রমাণগুলি থেকে এটা বলা যাচ্ছে না যে এগুলি কোভিডের এক্সই ভ্যারিয়েন্টরই।’ প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি ভারতে সত্যিই এক্স ই ভ্যারিয়েন্ট প্রবেশ করেছে?

উল্লেখ্য, এর আগে মুম্বই প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে সেখানে বিভিন্ন নমুনার মাঝে কোভিডের এই সবচেয়ে বেশি সংক্রামক ভ্যারিয়েন্টটি প্রবেশ করেছে। তবে সময় গড়াতেই মুম্বইয়ের টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে, কোভিডের এক্সই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে কোভিড বিধিপালন করে চলার বার্তা দিয়েছে মুম্বই প্রশাসন। এদিকে, INSACOG-এর তরফে বলা হচ্ছে, নমুনাগুলির ফাস্ট কিউ ফাইলস ধরে যে এক্সই ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছিল, সেগুলি বিশ্লেষণ করেছে আইএনসএসিওজি। সেখানে বলা হচ্ছে, নমুনার ভ্যারিয়েন্টের জিনোমিত গঠনগত দিক এক্সইর জিনোমিক ছবির সঙ্গে মিলছে না। ফলে বর্তমান প্রমাণ থেকে ভারতে এক্সই ভ্যারিয়েন্ট এসেছে এমনটা বলা যাচ্ছে না।

এর আগে গ্রেটার মুম্বই কর্পোরেশনের তরফে জানানো হয়, সেখানে একজন কোভিড রোগী কাপ্পা ভ্যারিয়েন্টে ও অপরজন এক্স ই ভ্যারিয়েন্টে আক্রান্ত। এরপর থেকেই দেশে ছড়াতে থাকে আতঙ্ক। উল্লেখ্য, ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ওমিক্রনের বিএ ২ ভ্যারিয়েন্টের চেয়েও ১০ শতাংশ বেশি সংক্রামক এই নয়া এক্সই। বিশ্বস্বাস্থ্যসংস্থা হুয়ের তরফেও এই সতর্কবার্তা দেওয়া হয়। তারপরই মুম্বই প্রশাসনের রিপোর্ট ঘিরে আতঙ্ক ছড়ায়। পরবর্তীকালে INSACOG-এর তরফে বলা হচ্ছে, ভারতে এক্সই প্রবেশ করেছে কি না, তার সঠিক প্রমাণ এখনও হাতে নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.