স্বাস্থ্য পরীক্ষা ও মেরামতির কারণে চলতি সপ্তাহে শহরের উত্তর থেকে দক্ষিণ কলকাতার তিনটি উড়ালপুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ থাকবে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ফলে ভোগান্তির মধ্যে পড়তে হবে আমজনতাকে।
সোমবার রাত থেকেই বাঘাযতীন উড়ালপুলের রুবি গামী র্যম্প বন্ধ করে দেওয়া হয়েছে। একদিক দিয়ে চলছে দুদিকের গড়ি। এছাড়াও সেতুর নিচ দিয়ে ছোট গাড়ি চলবে। তবে সেখানে বাঘাযতীন স্টেশনের রেলগেট থাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। ১৫ অগাস্ট থেকে চার দিনের জন্য বন্ধ থাকছে শিয়ালদহ উড়ালপুল বা বিদ্যাপতি সেতু। একই ভাবে ১৫ অগাস্ট থেকে চারদিনের জন্য বন্ধ থাকবে প্রিন্স আনোয়ার শাহ বাইপাস কানেক্টরের জীবনানন্দ সেতু।
অর্থাৎ ১৫-১৮ আগস্ট, এই চারদিন উত্তর ও দক্ষিনের তিনটি উড়ালপুল একসঙ্গে বন্ধ থাকবে। ফলস্বরূপ প্রভাব পড়বে যাদবপুর, সন্তোষপুর, রুবি, গড়িয়াহাট, দেশপ্রিয়, রাসবিহারী, গড়িয়া, বৈষ্ণবঘাটা, পাটুলি, টালিগঞ্জ, মৌলালি, এন্টালি, ধর্মতলা, রাজাবাজার, শ্যামবাজার, মানিকতলা, বেলেঘাটা, পার্কসার্কাস সহ কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকায়।
ভোগান্তির আশঙ্কায় কীভাবে এই যান নিয়ন্ত্রণ করা যায়, কোমর বেঁধে নামছে পুলিশ প্রশাসন। তবে যানজটের আশঙ্কা একেবারেই উড়িয়ে দিতে পারছে না প্রশাসন।