আরএসএস-কে সমর্থন মুসলিম চিকিৎসকের, ‘খুন করলেই ১ লাখ টাকার পুরস্কার’, ফতোয়া উত্তর প্রদেশে

মুসলমান হয়েও আরএসএস-কে সমর্থন করেন। এটাই ‘অপরাধ’। তাই ওই মুসলিম চিকিৎসকের বিরুদ্ধে খুনের ফতোয়া জারি করল মৌলবিরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। বলা হয়েছে, ওই চিকিৎসককে হত্যা করতে পারলেই ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।

কয়েকদিন আগে মোরাদাবাদে ‘পদ সঞ্চালন যাত্রা’ -র আয়োজন করেছিল আরএসএস। সেখানে স্বয়ংসেবকদের উদ্দেশ্যে চিকিৎসক এবং তাঁর পরিবার ফুলের পাপড়ি বর্ষণ করেছিলেন। সেই ছবি প্রকাশ্যে আসে। তারপরই মোহাম্মদ নিজাম ভারতী নামে ওই চিকিৎসকে হত্যার ফতোয়া দেওয়া হয়।

শুধু তাই নয়, ফতোয়ায় আরও বলা হয়েছে, নিজাম যেহেতু আরএসএসের সঙ্গে যুক্ত, সেহেতু এলাকার সমস্ত মুসলমানের উচিত তাঁকে বয়কট করা। এর পাশাপাশি তাঁকে এলাকার কোনও মসজিদে প্রবেশ করতে দেওয়া উচিত নয় বলেও ফতোয়া জারি হয়েছে।

এই ফতোয়া দিয়েছেন ময়নাথার এলাকার এক মৌলবি। বলা হয়েছে, ওই চিকিত্সকের হত্যাকারীকে ১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে চিকিৎসক ও তাঁর পরিবার। পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। উল্লেখ্য, সম্প্রতি বিজেপিকে ভোট দেওয়ায় বাবর নামের এক মুসলিম যুবককে পিটিয়ে মারে মুসলিম জনতা। এক বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে। এবার আরএসএস-কে সমর্থন করায় খুনের ফতোয়া জারি হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.