পুরীর মন্দিরে হামলা চালাল দুষ্কৃতীরা। ভাঙচুর করা হল শতাব্দীপ্রাচীন ৪০ টি মাটির উনুন। কে বা কারা এর পিছনে রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে ক্লোজ সার্কিট টেলিভিশন। জানা গেছে, ওই মাটির উনুনগুলি দ্বাদশ শতাব্দীতে তৈরি।
শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। তবে বিশ্ববিখ্যাত এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। ঘটনাস্থল পরিদর্শন করেন পুরীর জেলাশাসক। ভাঙচুরের পিছনে কী কারণ রয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির কর্তৃপক্ষের তরফে অজয় কুমার জানা জানিয়েছেন, দুদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদিও সূত্রের খবর, মন্দিরের অন্দরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে এই ঘটনা ঘটেছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই মেরামত করা হয়েছে ওই উনুনগুলি। পুজোর জন্য মহাপ্রসাদও রান্না করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও চাপা উত্তেজনা রয়েছে ঘটনা ঘিরে।
উল্লেখ্য, দ্বাদশ শতাব্দীতে নির্মিত জগন্নাথ মন্দিরে সবশুদ্ধ ২৪০টি ‘চুল্লা’ বা উনুন রয়েছে। পাঁচশোর বেশি সেবায়েতরা এখানে রান্না তথা ‘সুয়ারা’ করেন। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার ভোগ প্রস্তুত করা হয় এখানে। সব মিলিয়ে ১৫ হাজার বর্গ ফুট এলাকা বিস্তৃত এই রান্নাঘরে রয়েছে বড় বড় হল যেগুলোর উচ্চতা ২০ ফুট। ৪ ফুট দীর্ঘ উনুনগুলি এমন ভাবে প্রস্তুত, যার ফলে দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্না করা যায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এই উনুনে নির্মিত ভোগ গ্রহণ করেন। উৎসবের সময়ে সেই সংখ্যা আরও বাড়ে।