ফের মালামাল আরও এক Tata গ্রুপের শেয়ার! দ্রুত হারে চড়ছে এই শেয়ার

1/6গত অর্থবর্ষে শেয়ার বাজার কাঁপিয়েছে টাটা গোষ্ঠীর একাধিক শেয়ার। আর তার মধ্যেই তেজস নেটওয়ার্ক অন্যতম। আর চলতি অর্থবর্ষেই সেই ধারা অব্যাহত রয়েছে। (ফাইল ছবি: রয়টার্স) (REUTERS)

তেজস নেটওয়ার্কস হল ওয়্যারলেস প্রোডাক্টের সংস্থা। সম্প্রতি সংস্থার 'সাংখ্য ল্যাবস'কে অধিগ্রহণ করার পরিকল্পনা প্রকাশ্যে আসে। আর তারপরেই ফের দ্রুত চড়ল দর। ফাইল ছবি: তেজস (Tejas)
2/6তেজস নেটওয়ার্কস হল ওয়্যারলেস প্রোডাক্টের সংস্থা। সম্প্রতি সংস্থার ‘সাংখ্য ল্যাবস’কে অধিগ্রহণ করার পরিকল্পনা প্রকাশ্যে আসে। আর তারপরেই ফের দ্রুত চড়ল দর। ফাইল ছবি: তেজস (Tejas)
মঙ্গলবার ৫% চড়েছে এই শেয়ার। বর্তমানে তেজস নেটওয়ার্কসের এক-একটি শেয়ারের দাম ৪৯১ টাকা।  ফাইল ছবি : পিটিআই (PTI)
3/6মঙ্গলবার ৫% চড়েছে এই শেয়ার। বর্তমানে তেজস নেটওয়ার্কসের এক-একটি শেয়ারের দাম ৪৯১ টাকা।  ফাইল ছবি : পিটিআই (PTI)
এই নিয়ে টানা ৫টি পর পর সেশনে আপার সার্কিট গিয়েছে তেজস নেটওয়ার্কসের। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)
4/6এই নিয়ে টানা ৫টি পর পর সেশনে আপার সার্কিট গিয়েছে তেজস নেটওয়ার্কসের। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)
গত সপ্তাহে, তেজস নেটওয়ার্কস জানায়, সাংখ্য ল্যাবস প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোরের ৬৪.৪৯% শেয়ার কিনে নিচ্ছে তারা। এর জন্য ২৮৩.৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। সাংখ্য শেয়ারের প্রাথমিক অধিগ্রহণ পরবর্তী ৯০ দিনের মধ্যেই ক্লোজ হবে বলে মনে করা হচ্ছে। অধিগ্রহণের পর, সাংখ্য ল্যাবস লিমিটেড তেজস নেটওয়ার্ক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সহায়ক সংস্থা হয়ে উঠবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
5/6গত সপ্তাহে, তেজস নেটওয়ার্কস জানায়, সাংখ্য ল্যাবস প্রাইভেট লিমিটেড ব্যাঙ্গালোরের ৬৪.৪৯% শেয়ার কিনে নিচ্ছে তারা। এর জন্য ২৮৩.৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। সাংখ্য শেয়ারের প্রাথমিক অধিগ্রহণ পরবর্তী ৯০ দিনের মধ্যেই ক্লোজ হবে বলে মনে করা হচ্ছে। অধিগ্রহণের পর, সাংখ্য ল্যাবস লিমিটেড তেজস নেটওয়ার্ক লিমিটেডের সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন সহায়ক সংস্থা হয়ে উঠবে।  (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
অবশিষ্ট ৩৫.৬% অংশীদারিত্ব একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে অধিগ্রহণ করা হবে। আগামী ১২০ দিনের মধ্যে সেই পরিকল্পনা কার্যকর করার আশা করা হচ্ছে। এটিও এক্সচেঞ্জ ফাইলিংয়ে যোগ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
6/6অবশিষ্ট ৩৫.৬% অংশীদারিত্ব একীভূতকরণ প্রক্রিয়ার মাধ্যমে অধিগ্রহণ করা হবে। আগামী ১২০ দিনের মধ্যে সেই পরিকল্পনা কার্যকর করার আশা করা হচ্ছে। এটিও এক্সচেঞ্জ ফাইলিংয়ে যোগ করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.