এসএসসি গ্রুপ ডি মামলায় প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে প্রয়োজনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সিবিআইকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। বেলা ৩টের মধ্যে তাঁকে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হলেও শেখ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানে পৌঁছননি।
এদিন বিচারপতি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শান্তিপ্রসাদ সিনহাই মূল কালপ্রিট। সিবিআই মনে করলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে। সঙ্গে উপদেষ্টা কমিটির সদস্য অলোক সরকারকেও জেরা করতে পারবে তারা। তিনি শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন।
এদিন আদালতে সরকারি আইনজীবী বলেন, ‘সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, এসএসসি মামলায় যাদের বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদের নিয়োগ বাতিল করতে কোনও সমস্যা নেই।’ পালটা মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এখানে সর্বোচ্চ কর্তৃপক্ষ বলতে কাকে বোঝাতে চাইছেন?’ তার জবাব দিতে পারেননি সরকারি আইনজীবী। এর পর তাঁর বক্তব্যের লিখিত নথি দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নথিও দেখাতে পারেননি তিনি।
এর পর বিচারপতি বলেন, ‘২ বছর পর চাকরিপ্রাপ্তদের বার করে দিলেই কি বিচার হবে? যারা যোগ্য হয়েও এতদিন কেঁদে বেরিয়েছেন তাদের চোখের জলের হিসাব দিন।’
এদিনের শুনানিতে উপদেষ্টা কমিটির বাকি ৪ সদস্যেরও সম্পত্তির হিসাব আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এছাড়া যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন প্রয়োজনে তাদেরও জেরা করতে পারবে সিবিআই।