বিগত কয়েক বছর ধরেই লক্ষ্য করা গিয়েছে, নেপালের সঙ্গে চিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। সেই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে নেপালের সঙ্গে ভারতের দূরত্ব। তবে সম্পর্ক ফের জোড়া লাগছে ভারত-নেপালের মধ্যে। ইতিমধ্যেই, ভারত ও নেপালের মধ্যে ট্রেন পরিষেবা পুনরায় শুরু হল। দীর্ঘ আট বছর পর এই রেল পরিষেবা চালু করা হল। প্রসঙ্গত, নেপালের প্রধানমন্ত্রী তিনদিনের সফরে এসেছেন ভারতে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন নেপালের প্রধানমন্ত্রী। তারা দু’জনে ভার্চুয়ালি প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন করেন।
এখানে জানিয়ে রাখি, ভারত-নেপালের রেল পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল ২০১৪ সালে আপগ্রেডের জন্য। অবশেষে, পুনরায় রেল পরিষেবা চালু করা হল, দুই প্রতিবেশী দেশের মধ্যে। উদ্বোধন অনুষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্মুক্ত সীমান্তের অপব্যবহারের প্রসঙ্গে সতর্ক করেছেন দেশবাসীকে। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ”আমরা আলোচনা করেছি যে ভারত ও নেপালের মধ্যকার উন্মুক্ত সীমান্তের যাতে অপব্যবহার না হয়। আমরা আমাদের প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার উপরও জোর দিচ্ছি।”
এসব কিছুর পাশাপাশি নরেন্দ্র মোদী ভারত-নেপালের সুসম্পর্কের প্রসঙ্গে বলেন, ”ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনন্য… এমন বন্ধুত্ব বিশ্বের আর কোথাও দেখা যায় না। আমাদের যৌথ দৃষ্টি বিবৃতি ভবিষ্যতে সহযোগিতার নীলনকশা হিসেবে প্রমাণিত হবে।” পাশাপাশি তিনি আরও বলেন, ”আজ নেপালের প্রধানমন্ত্রী ভারত সফরে এসেছেন কারণ দেশটি নতুন বছর উদযাপন করছে। তিনি ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমাদের বন্ধন আদ্যিকাল থেকে। আমাদের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক হল আমাদের অংশীদারিত্বের ভিত্তি। আমাদের দুই দেশের জনগণই আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে। ভারত নেপালের শান্তি, অগ্রগতি এবং উন্নয়নের যাত্রায় দৃঢ় অংশীদার ছিল এবং থাকবে।”
2022-04-05