এপ্রিলের শেষের দিকে বাংলায় পা রাখতে পারেন অমিত শাহ ও জেপি নাড্ডা। তবে, বিজেপির এই শীর্ষস্থানীয় নেতাদের এই আগমনের পরে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা এছে। একদিকে, বাংলায় প্রবেশ করার পরে সরকারি কর্মসূচিতে অংশ্রগ্রহণ করবেন, অপরদিকে নাড্ডা অংশগ্রহণ করবেন রাজ্য কর্মসমিতির বৈঠকে।
বঙ্গ বিজেপির দুর্গ নড়বড়ে হয়ে গেছে। এই অবস্থায় বাংলায় বিজেপিকে বাঁচাতে রাজ্যে আসতে চলেছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও, ঠিক কবে তাঁরা রাজ্যে আসবেন, তা এখনও নির্দিষ্ট নয়। তাঁদের দেওয়া সময়ের ভিত্তিতেই নির্ধারণ করা হবে কর্মসুচির দিন।
জানা গেছে, কলকাতায় আয়োজিত হবে রাজ্য সমিতির বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষ। সূত্রের খবর অনুযায়ী, বৈঠক মূলত আদি-নব্য বিক্ষুদ্ধ নেতাদের কোন্দল মেটানোর উদ্দেশ্যে করা হবে। এহেন, বিজেপির শীর্ষ নেতৃত্বদের তরফে আয়োজিত এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হয়েছে।
2022-04-05