বহুদিন ধরেই একাধিক হাসপাতালে ইঁদুরের উপদ্রবের অভিযোগ ওঠে, প্রশ্ন ওঠে হাসপাতালের মানের ওপরেও। সম্প্রতি হাসপাতালে ইঁদুরের উপস্থিতির ওপরে এমন এক ঘটনা প্রকাশ্যে এলো, যা শুনে স্তভিত দেশবাসী। ইঁদুর খুবলে খেল হাসপাতালে আইসিইউ-তে ভর্তি থাকা রোগীর পা। উল্লেখ্য, এই ঘটনার পরে সেই রোগী মারা গেছেন।
ঘটনাটি ঘটেছে তেলঙ্গনার ওয়ারাঙ্গাল জেলায়। এই জেলায় অবস্থিত এমজিএম হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। মাল্টি অর্গান ফেলিওর হওয়ার পরে তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে এক বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পরে ৫-৬ দিন আগে এমজিএম-এ ভর্তি করা হয়। সেখানেই শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ার পরে তাঁকে আইসিইউ-তে সরিয়ে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবারে। ওইদিন ঘটনাটি দায়িত্বপ্রাপ্ত পরিচারিকার চোখে পড়ে। তিনি দেখেন যে, রোগীর পা ও গোড়ালি থেকে রক্ত বেরিয়েছে এবং সেই রক্ত রোগীর বিছানা ভিজে গেছে। পরিচারিকার বুঝতে বাকি থাকে না যে, এই কাজ ইঁদুরের। এই খবর রোগীর পরিবার পেলে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও, সেই রোগীকে আর বাঁচানো সম্ভব হয়নি। শুক্রবার দুপুরে তিনি মারা যান।
2022-04-05