উত্তর প্রদেশের গোরক্ষনাথ মন্দিরে হামলা চালাল আহমেদ মোর্তাজা নামের এক মুসলিম যুবক। ধারালো অস্ত্র নিয়ে নিরাপত্তারক্ষীদের উপর ঝাঁপিয়ে পড়ে সে। তাঁকে ধরে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। ঘটনায় ২ নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। মোর্তাজাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। মন্দিরে জোর করে ঢোকার চেষ্টা করছিল মোর্তাজা। বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। তখনই ধারালো অস্ত্র নিয়ে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে সে। এলোপাথাড়ি কোপাতে শুরু করে। নিরাপত্তারক্ষীদের বাঁচাতে এগিয়ে আসেন উপস্থিত দর্শনার্থীরা। তাঁরাই মোর্তাজাকে ধরে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আহত দুই নিরাপত্তারক্ষীকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। হামলার পর এডিজি অখিল কুমার জানান, গোরক্ষপুরের সিভিল লাইনের বাসিন্দা মোর্তাজা। গুরুতর আহত অবস্থায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার থেকে একটি বিমানের টিকিট, ল্যাপটপ ও প্যান কার্ড পাওয়া গিয়েছে। তার বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত, আহমেদ মোর্তাজা ও তার পরিবার আগে মুম্বইতে থাকত। সেখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিল সে। ২০২০ সালে তারা উত্তরপ্রদেশে এসে বসবাস শুরু করে। হামলাকারী ছেলে মানসিক রোগী বলে দাবি করেছেন মোর্তাজার পিতা।