আবারও উত্তরপ্রদেশের মসনদে বিজেপি সরকার। এই সরকার ফিরতেই মুখ্যমন্ত্রীর মুকুট গ্রহণ করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের শাসনভার নিজের হাতে আসার পরই ফলাফল বেরোনোর পর থেকে এই প্রথমবার অযোধ্যা পৌঁছালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি রাম লালা এবং হনুমানগাঢ়হি মন্দির পরিদর্শন করলেন।
দর্শনকার্য সম্পন্ন হওয়ার পরে তিনি রাম মন্দিরের নির্মানস্থলে পৌঁছান, কাজ কতটা এগিয়েছে তা দেখার জন্য। সেখানে উপস্থিত হয়ে আবেগে ভেসে যান তিনি। রাম মন্দিরের গর্ভগৃহ দর্শন করে তাঁর চোখে রীতিমতো জল চলে এলো। এরপরে, তিনি স্ট্যাম্প দিয়ে পাথরের ওপরে নিজের হাতে লিখলেন “জয় শ্রী রাম”। জানা গেছে, স্তম্ভ নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে, প্রায় শেষ হওয়ার পথে। যদিও, মঞ্চ নির্মাণের কাজ এখনও চলছে।
অপরদিকে, এই অযোধ্যা সফরে তিনি মুলতুবি থাকা পরিকল্পনার বাস্তবায়নের কথাও বলেন। তাঁর কথায়, “সফরে, মুখ্যমন্ত্রী জানান, নির্বাচনের আগে যা কিছু উন্নয়নের পরিকল্পনা করা হয়েছিল, যেগুলি মুলতুবি রয়েছে, সেগুলি অবিলম্বে শুরু করা উচিত এবং সময়মতো শেষ করা উচিত। যেসব প্রকল্পের কাগজপত্র অনুমোদনের জন্য যে স্তরেই ঝুলে থাকুক না কেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তৎক্ষণাৎ সব প্রকল্পের কাজ শুরু করতে হবে”।
2022-04-05