তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে তোপ দাগলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। বালিগঞ্জ উপনির্বাচনে সায়রা হালিমকে প্রার্থী করেছে সিপিএম। ঘটনাচক্রে সায়রা নাসিরুদ্দিনের ভাইঝি। আবার নাসিরুদ্দিন নিজেও কট্টর বাম বলেই পরিচিত। এই পরিস্থিতিতে বাম এবং ভাইঝির হয়ে প্রচারে নামলেন বলিউড অভিনেতা।
বালিগঞ্জের বাম প্রার্থীর সমর্থনে এক ভিডিও বার্তা পোস্ট করেন নাসিরুদ্দিন। সেখানে তিনি বলেন, বলেন, ‘একজন দলবদলু, সুবিধাবাদীকে ভোট দেবেন কিনা ভেবে দেখুন’। বাবুল সুপ্রিয়র নাম মুখে আনেননি নাসিরুদ্দিন। তবে তাঁর কথাতেই পরিস্কার কাকে উদ্দেশ্য করে এ কথা বলেছেন তিনি।
বাবুলের বিরুদ্ধে ঘৃণার রাজনীতির অভিযোগও তুলেছেন নাসিরুদ্দিন। বিজেপিতে থাকাকালীন বিজেপিতে থাকাকালীন এনআরসি, সিএএ-র পক্ষে জোরদার সওয়াল করতেন বাবুল। সেই প্রসঙ্গ টেনে তৃণমূল প্রার্থীকে ‘হেট মঙ্গার’ বলেন নাসিরুদ্দিন। এর আগে এক ভিডিও বার্তায় নাসির পত্নী রত্না পাঠক শাহও সায়রার পক্ষে ভোট দেওয়ার কথা বলেন। তাঁর প্রচারেও উঠে আসে বিভাজনের রাজনীতির প্রসঙ্গ।
তবে নাসিরুদ্দিন বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থক নন। অভিনেতার কথায়, ‘সায়রা যেহেতু আমার ভাইয়ের মেয়ে, তাই খুব ছোট থেকে আমি তাঁকে চিনি। বরাবরই সে সাহসী, সৎ এবং সংবেশনশীল মানুষ’। সায়রার স্বামী ফুয়াদ হালিম পরিচালিত ডায়ালিসিস ক্লিনিকের উল্লেখ করে বলেন, ‘ওঁরা দু’ জনের দরিদ্র মানুষের জন্য একটি ডায়লিসিস ক্লিনিক চালাচ্ছেন। সর্বদাই ওঁরা দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের পাশে’।