বগটুই থেকে গ্রুপ ডি দুর্নীতি, আদালতের নির্দেশে ৭ মাসে ৭ CBI কাঁটায় বিদ্ধ রাজ্য

1/8বগটুই থেকে গ্রুপ ডি দুর্নীতি, বিগত সাড়ে সাত মাসে একাধিক মামলায় সিবিই তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কিছু ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে গেলেও ৫টি মামলাতে সিবিআই তদন্ত চলছে।

২০২১ সালের ১৯ অগস্ট ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের ঘটনাগুলির তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দেয়। সেই মতো ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় সংস্থা রাজ্যে তদন্ত চালাচ্ছে। (ফাইল ছবি : এএনআই)
2/8২০২১ সালের ১৯ অগস্ট ভোট পরবর্তী হিংসায় খুন ও ধর্ষণের ঘটনাগুলির তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। কলকাতা হাই কোর্ট এই নির্দেশ দেয়। সেই মতো ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় সংস্থা রাজ্যে তদন্ত চালাচ্ছে। (ফাইল ছবি : এএনআই)
২০২১ সালের ২২ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই-কে তদন্তের নির্দেশ দেওয়া হলেও পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে কমিটি গঠন করে তদন্তের কথা বলে আদালত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
3/8২০২১ সালের ২২ নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই-কে তদন্তের নির্দেশ দেওয়া হলেও পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে কমিটি গঠন করে তদন্তের কথা বলে আদালত। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এই মামলায় ভুল ভাবে নিযুক্ত ৩৫০ জন কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
4/8২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলেও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। এই মামলায় ভুল ভাবে নিযুক্ত ৩৫০ জন কর্মীর বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
২০২২ সালের ২২ ফেব্রুয়ারি হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি খারিজ করে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
5/8২০২২ সালের ২২ ফেব্রুয়ারি হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। এই নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি খারিজ করে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
এ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্ট।  ফাইল ছবি : পিটিআই (PTI)
6/8এ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি মামলাতেও কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের নির্দেশ কলকাতা হাই কোর্ট।  ফাইল ছবি : পিটিআই (PTI)
রামপুরহাটের বগটুকাণ্ডে আটজনকে পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। রাজ্যের গঠিন বিশেষ তদন্তকারী দলকে তদন্ত বন্ধের নির্দেশ দিয়ে আদালত সকল নথি এবং ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ২৫ মার্চ এই ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। (ANI)
7/8রামপুরহাটের বগটুকাণ্ডে আটজনকে পুড়িয়ে মারার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। রাজ্যের গঠিন বিশেষ তদন্তকারী দলকে তদন্ত বন্ধের নির্দেশ দিয়ে আদালত সকল নথি এবং ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে বলে। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ২৫ মার্চ এই ঘটনার তদন্তে নামে কেন্দ্রীয় সংস্থা। (ANI)
পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন মামলায় ৪ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। মৃত কংগ্রেস নেতার পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ঝালদা থানার তৎকালীন আইসি সঞ্জীব ঘোষ। তবে রবিবার পুরুলিয়া পুলিশ জানায়, সঞ্জীব নির্দোষ। আর এরপর সোমবার এই মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে সিবিআইকে দেওয়া হয়। 
8/8পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন মামলায় ৪ এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। মৃত কংগ্রেস নেতার পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত ঝালদা থানার তৎকালীন আইসি সঞ্জীব ঘোষ। তবে রবিবার পুরুলিয়া পুলিশ জানায়, সঞ্জীব নির্দোষ। আর এরপর সোমবার এই মামলার তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে সিবিআইকে দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.