নির্ধারিত যোজনা অনুসারে উত্তরাখণ্ডে ৫ থেকে ১১ ই এপ্রিল ২০২২ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের বিশেষ প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হতে চলেছে। সারাদেশ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিনিধিরা এই সভায় উপস্থিত থাকবেন। শ্রদ্ধেয় সরসঙ্ঘচালক ডক্টর মোহন ভাগবত এবং সরকার্যবাহ শ্রী দত্তাত্রেয় হোসবালের উপস্থিতিতে এই সভা সম্পন্ন হবে। এই প্রসঙ্গে অখিলভারতীয় প্রচার প্রমুখ শ্রী সুনীল আম্বেকর বলেন যে , সঙ্ঘের শারীরিক, বৌদ্ধিক, ব্যবস্থা, প্রচার, সম্পর্ক এবং সেবা বিভাগের প্রমুখ সহ মোট ৭৫ জন সদস্যকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি আরও বলেন যে, এই বছর সঙ্ঘের ১০৫ টি সঙ্ঘ শিক্ষা বর্গ সহ অন্যান্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে সারা দেশে । সভায় এসব প্রশিক্ষণ শিবিরের কর্মসূচী এবং বৌদ্ধিক ও শারীরিক প্রশিক্ষণের পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।
সুনীল আম্বেকর মহাশয় জানান যে, এই ধরনের কর্মসূচী তিন থেকে পাঁচ বছরের ব্যবধানে পর্যালোচনা করা হয়।
উক্ত বিষয় ছাড়াও, পূর্ববর্তী বছরগুলিতে অনুষ্ঠিত অখিল ভারতীয় প্রতিনিধি সভার পরিকল্পনা এবং সিদ্ধান্তগুলি বাস্তবায়নের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা করা হবে। একই সঙ্গে বিভিন্ন প্রদেশের কাজ ও বিশেষ উদ্যোগ নিয়েও বৈঠকে বিচার বিশ্লেষণের অবকাশ রয়েছে।