দেশে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হলেন ১,০৯৬ জন মানুষ। করোনায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। রবিবার এমনই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন।
শুক্রবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,২৬০। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা ঠিক গত দিনের মতোই। ৮৩ জন। সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২১,৩৪৫ জন। তবে কেন্দ্রের তথ্য বলছে, সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমেছে। এখন করোনায় সুস্থতায় হার ৯৮.৭৬ শতাংশ।
শনিবার পর্যন্ত দেশে ১৮৪.৫৭ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। অন্য দিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,করোনার আবার একটি নতুন রূপ পাওয়া গিয়েছে ব্রিটেনে। নতুন মিউট্যান্টের নাম এক্সই। যা এ পর্যন্ত পাওয়া করোনার রূপগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রামক।