করোনা সংক্রমণের হার ভারতে বেশ কমে গিয়েছে। যত দিন যাচ্ছে, এই হার দ্রুত গতিতেই কমছে। এমতাবস্থায় কোভিডবিধিতে যে বদল আসবে, তা সহজেই অনুমান করা যায়।
কোভিডবিধি শিথিল হচ্ছে ঠিকই, কিন্তু যে বিষয়টি গত দু’বছর ধরে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে পরিণত হয়েছে, সেটি হল মাস্ক। তবে বিভিন্ন রাজ্যে এবার মাস্ক আর বাধ্যতামূলক থাকছে না।
কোথায় কোথায় মাস্ক আর বাধ্যতামূক নয়:
দিল্লি, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় আর বাধ্যতামূক নয় মাস্ক পরা। এর মধ্যে দিল্লিতে মাস্ক না পররা জরিমানার অর্থও অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটি পুরোপুরি তুলে দেওয়া হল। তবে ভিড়ে গেলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে।
পশ্চিমবঙ্গের কী অবস্থা:
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের হার বেশ কম। তাই এখানে করোনাবিধি অনেকটাই শিথিল করা হয়েছে। তবে মাস্ক পরার নিয়ম এখনও আছে। সেটি তুলে নেওয়া হয়নি।
এই সিদ্ধান্ত কি ঠিক:
এই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছেন, দেশে করোনা সংক্রমণের হার এতটাই কমে গিয়েছে, এবার মাস্ক বাধ্যতামূলক করে রাখার অর্থ হয় না। তাই এটি তুলে নেওয়া উচিত। তবে কেউ কেউ বলছেন, যেহেতু পৃথিবীর বহু দেশে আবার করোনা সংক্রমণ বাড়ছে, Hybrid Covid-এর মতো সমস্যা বড় হয়ে উঠছে, সেখানে মাস্কের নিয়ম শিথিল করা মানে বিপদ ডেকে আনা।