উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই একেবারে মর্মান্তিক খবর। স্কুলেই গার্ড পড়েছিল এক শিক্ষিকার। স্বামীর স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিলেন তিনি। আচমকাই রবীন্দ্রনগর থানার সন্তোষপুর এলাকায় একটি গাড়ি স্কুটারটিকে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে রাস্তায় ছিটকে পড়ে যান ওই শিক্ষিকা। স্বামীও স্কুটার থেকে পড়ে যান। তবে তাঁর বড় কোনও চোট লাগেনি। এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত দুজনকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানেই ওই শিক্ষিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত শিক্ষিকার নাম লিপিকা পাটোয়ারি। বয়স ৪৮ বছর। তিনি কাকলি গার্লস হাইস্কুলে কর্মরত ছিলেন। স্কুলে যাওয়ার পথেই চিরদিনের মতো চলে যেতে হল তাঁকে।
এই দুর্ঘটনার খবর স্কুলে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর সহকর্মীরা। ছাত্রছাত্রী অন্ত প্রাণ ছিলেন লিপিকা দেবী। সহকর্মীরা কিছুতেই এই ঘটনা মানতে পারছেন না। অন্যান্যদিনের মতোই স্কুলে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর যে আর স্কুলে আসা হবে না কোনওদিন এটা ভাবলেই কান্নায় ভেঙে পড়ছেন সহকর্মীরা। স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি সর্দার জানিয়েছেন, পরীক্ষার জন্য স্কুলেই ডিউটি ছিল। কিন্তু আচমকাই মৃত্যুর খবর পেলাম। এদিকে স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। ঘটনার আকষ্মিকতায় ভেঙে পড়েছেন তিনিও।