চাকরির পরীক্ষায় পাস করার পরেও তাঁকে নিয়োগ করা হয়নি। এমনই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অফিসে ফোন করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যে তার সমাধান হল। চাকরি পেলেন সঙ্গীতা সোলাঙ্কি নামের ওই যুবতী।
সেকেন্ডারি এডুকেশন সার্ভিস সিলেকশন কমিশন প্রয়াগরাজ দ্বারা আয়োজিত ‘হিন্দি’ মুখপাত্র পদের জন্য লিখিত এবং ইন্টারভিউ পরীক্ষায় পাস করলেও তাঁকে চাকরিতে নিয়োগ করা হয়নি, এই অভিযোগ করেন সঙ্গীতা সোলাঙ্কি নামের ওই মহিলা।
এর পরেই যোগী আদিত্যনাথ তদন্তের নির্দেশ দেন। মহিলাটি এও অভিযোগ করেন যে, মুখপাত্র পদে নিয়োগের জন্য তাঁর কাছে ঘুষ পর্যন্ত চাওয়া হয়। এরপর যোগীজির একটি নির্দেশে মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মহিলাটিকে চাকরির পদে নিয়োগ করা হয়।
এর পরেই যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, শুধুমাত্র সেই মহিলা নয় উত্তরপ্রদেশের কোনও মহিলাকেই ভবিষ্যতে আর কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।