চিনের ভয় দেখিয়ে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে দূরে রাখতে চাইছে। আগামী দিনে ভারত যাতে রাশিয়া থেকে আর তেল আমদানির পরিমাণ না বাড়ায়, সেই বার্তা দিতে গিয়েই ভারতকে ভয় দেখানোর চেষ্টা করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ডেপুটি এনএসএ দালিপ সিং। তিনি জানান, চিন যদি কোনভাবে এলএসি পার করে ভারতে ঢুকে পড়ে তাহলে দিল্লি যেন এটা মনে না করে, তাদেরকে উদ্ধার করবে রাশিয়া। দালিপ সিং, রাশিয়াকে চিনের জুনিয়র পার্টনার বলেও অভিহিত করেন।
এখানে জানিয়ে রাখি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপিত করা হয়েছে দালিপ সিংয়ের পরিকল্পনাতেই। এবার তিনি ভারতে এসে আমেরিকার অবস্থান বোঝাতে চাইলেন নয়াদিল্লিকে। এর আগে আমেরিকা জানিয়েছিল, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি করে তাতে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু বিগত কিছুদিনের মধ্যেই আমেরিকা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, তারা চায় না রাশিয়া থেকে তেল আমদানির পরিমাণ বৃদ্ধি করুক ভারত।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে দালিপ সিং বলেন, ‘আমরা চাই না যে আচমকা ভারত রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিক। আমেরিকার তরফে এই ক্ষেত্রে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি এখানে আমাদের বন্ধুত্বের খাতিরে এসেছি আমাদের নিষেধাজ্ঞার বিষয়টি ভারতকে বোঝাতে। যে দেশগুলি সক্রিয়ভাবে এই নিষেধাজ্ঞাগুলিকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তাদের এর ফল ভুগতে হবে৷’
2022-04-02