অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পড়শি দেশ শ্রীলঙ্কা। এবারে নাগরিক বিক্ষোভের জেরে উত্তাল হল রাজধানী কলম্বো। সূত্রের খবর, ভারতবর্ষের প্রতিবেশী এই দেশটি ব্যাপক অর্থ সঙ্কটে ভুগছে বিশ্বের বাজারের কাছে। কারণ, বেড়ে গিয়েছে ঋণের বোঝা। সেইসঙ্গে খাদ্য সঙ্কট থেকে শুরু করে জ্বালানী ও বিদ্যুৎ পরিষেবাকে ঘিরে নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই সেখানকার মানুষের ধৈর্যের বাঁধও ভেঙে গিয়েছে।
এমন পরিস্থিতিতে হাজার হাজার মানুষ রাজধানীর পথে নামলেন। বিক্ষোভ আছড়ে পড়ল রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষের দুয়ারে। ওদিকে, উত্তপ্ত জনতাকে আটকাতে রাস্তায় নামে সেনাবাহিনী। দফায় দফায় সংঘর্ষ লাগে। সংঘর্ষের সূত্রপাত হয়, কলম্বোর রাস্তায়। জানা গিয়েছে, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যার ফলে নামানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। অশান্তির সূত্রপাত হয় প্রেসিডেন্টের বাড়ির দিকে যাওয়ার সময়। সেখানে পুলিশের মুখোমুখি হয় বিক্ষোভকারীরা। প্রথমে বচসা হয়। তারপর দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি থেকে মারামারি শুরু হয়। বেসামাল পরিস্থিতি হয়ে যায় মুহূর্তের মধ্যেই। বিক্ষোভকারীদের মধ্যে থেকে কেউ ছুঁড়তে থাকেন পাথর, কেউ বোতল।
এরপর বিক্ষোভকারীদের পিছু হটাতে চালানো হয় জল কামান ও কাঁদানে গ্যাস। জানা গিয়েছে, পরিস্থিতি এখনও ঠাণ্ডা হয়নি। উল্লেখ্য, সেখানকার ২২ মিলিয়ন মানুষ গত ১৩ ঘণ্টায় অন্ধকারের মধ্যে রয়েছেন। পাওয়ার কাট করা হয়েছে। সরকার সেখানকার রাস্তার আলো নিভিয়ে দিয়েছে। সেই সঙ্গে রয়েছে খাদ্য সঙ্কট, ওষুধের দেখা নেই। ওদিকে, স্বাস্থ্য পরিষেবাও অচল হয়ে গিয়েছে।