ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত সফরে এসেছেন। আজকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাত করেন ল্যাভরভ। সেই সাক্ষাতে দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পরে এস জয়শংকর জানান, ভারত সবসময় আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর পক্ষে। পাশাপাশি তিনি অবিলম্বে সংঘর্ষ বন্ধের ডাক দেন। পাশাপাশি তিনি রাষ্ট্রসংঘের সনদ মেনে চলার বার্তাও দেন।
এদিকে বৈঠকে জয়শংকরকে বর্তমান পরিস্থিতি, শান্তি আলোচনার বিষয়ে অবহিত করেছেন রুশ বিদেশমন্ত্রী ল্যাভরভ। এদিকে বৈঠক শেষে যৌথ বিবৃতি অনুসারে উভয় পক্ষই সম্মত হয়েছে যে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং জনগণের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখা প্রয়োজন। রুশ বিদেশমন্ত্রী ভারত-রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন বৈঠকে।
এদিকে দুই দেশের বিদেশমন্ত্রীরা আফগানিস্তানের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। চিনে আফগানিস্তান বিষয়ক সাম্প্রতিক সম্মেলনের বিষয়ে তাঁর মূল্যায়ন জানান মন্ত্রী ল্যাভরভ। এদিকে বিদেশমন্ত্রী জয়শংকর উল্লেখ করেন যে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবনা অনুযায়ী, আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আফগান জনগণের জন্য মানবিক সহায়তার কথা বলেছে। ইরান নিয়েও দুই মন্ত্রীর মধ্যে আলোচনা হয়। এই বিষয়ে রাশিয়াক ব্রিফিংকে স্বাগত জানিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর।