রাশিয়ার থেকে সস্তায় তেল কিনবে ভারত? জল্পনার মাঝে জবাব দিলেন রুশ বিদেশমন্ত্রী

সম্প্রতি ব্লুমবার্গের এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ভারতকে মাত্র  পঁয়ত্রিশ ডলারের বিনিময়ে উচ্চ মানের অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহ করতে আগ্রহী। এই জল্পনার মাঝেই ভারত সফরে এসেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আজ তিনি বৈঠক করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন সের্গেই ল্যাভরভ। ভারতের তেল আমদানি প্রসঙ্গে তাঁকে সেখানে প্রশ্ন করা হলে তিনি অকপটে জবাব দেন, ভারত কিছু কিনতে চাইলে আমরা তা নিয়ে আলোচনা করব। 

ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ভারত সফরে এসেছেন। এই সফরের উপর নজর গোটা বিশ্বের। উল্লেখ্য, ব্লুমবার্গের এক রিপোর্টে দাবি করা হয়, বিশেষ ছাড়ে ভারতকে উচ্চ মানের অপরিশোধিত তেল বিক্রি করতে চায় রাশিয়া। রিপোর্ট অনুযায়ী, রাশিয়া চায় যে প্রথম দফাতেই ভারত যাতে ১.৫ কোটি ব্যারেল তেল কেনে রাশিয়ার থেকে।জনপ্রিয় খবর

উল্লেখ্য, ভারতের উপর আমেরিকা সহ পশ্চিমা দেশগুলি রাশিয়া থেকে তেল না কেনার জন্য চাপ দিতে শুরু করেছে। যদিও রাশিয়া থেকে তেল আমদানি প্রসঙ্গে ভারত নিজেদের অবস্থানে অনড়। একদিন আগেই ব্রিটিশ বিদেশ সচিব লিজ ট্রাসের সঙ্গে আলোচনায় এস জয়শঙ্কর ভারতের অবস্থানের পক্ষে সওয়াল করে জানান, ইউরোপের দেশগুলি রাশিয়া থেকে যে পরিমাণ তেল আমদানি করে, তার থেকে ভারত অনেক অনেক পরিমাণ তেল আমদানি করে। পাশাপাশি তিনি দেশর চাহিদার প্রসঙ্গ তুলে ধরে জানান, যদি রাশিয়ার থেকে কম দামে কেউ তেল দেবে, তাহলে তাদের থেকে ভারত তেল কিনতে পারে। জয়শংকর বলেন, ‘যখন তেলের দাম বাড়বে তখন তো এটা যেকোনও দেশের জন্য স্বাভাবিক যে তারা কম দামে তেল খুঁজবে।’ জয়শংকর আরও বলেন ফেব্রুয়ারি থেকে মার্চে ইউরোপীয় দেশগুলি ১৫ শতাংশ বেশি তেল আমদানি করেছে রাশিয়া থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.