মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
টোকাটুকি করলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে। (ছবিটি প্রতীকী)
পরীক্ষাকেন্দ্রে খাতা বা খাতার কোনও অংশে, পার্ট এ/পার্ট বি একসঙ্গে জমা না দিয়ে বাড়িতে নিয়ে চলে গেলে অথবা অতিরিক্ত শিট জমা না দিলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে। (ছবিটি প্রতীকী)
আরএ’ (RA) বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করলে কী হবে? সংশ্লিষ্ট পড়ুয়া এবং যিনি ‘আরএ’ করেছেন, সেই ইনভিজিলেটরকে কমিটির সামনে বসানো হবে। সেই কমিশনই সিদ্ধান্ত নেবে। সার্বিকভাবে কাউকে ‘আরএ’ করা হলে সর্বাধিক তিনি তাঁকে বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। (ছবিটি প্রতীকী)<