দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এবার সেই মন্তব্যের জেরেই তাঁকে বিজেপি কর্মীদের রোষের মুখে পড়তে হল। আম আদমি পার্টির অভিযোগের ভিত্তিতে জানা গেছে যে, এদিন বিজেপি কর্মী-সমর্থকরা কেজরিওয়ালের বাসভবনে ভাঙচুর চালিয়েছে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে বুধবারে। আম আদমি পার্টির তরফে অভিযোগ করা হয়েছে যে, বিজেপি কর্মীরা একদিকে নিরাপত্তার জন্য তৈরি ব্যারিকেড ভেঙেছে। আবার অপরদিকে, সিসিটিভি ক্যামেরাও ভেঙেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের তরফে করা এক মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় কেজরিওয়ালের বিরুদ্ধে প্রচার। যার প্রতিফলন দেখা যায় বুধবারে।
দিল্লির মুখ্যমন্ত্রে অরবিন্দ কেজরিওয়াল ‘দ্য কাশ্মীরি ফাইল’ -কে কটাক্ষ করে বলেন, “৮ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও ভোট পাওয়ার জন্য মোদিকে শেষ পর্যন্ত বিবেক অগ্নিহোত্রীর শরণাপন্ন হতে হচ্ছে!” দিল্লির মুখ্যমন্ত্রী বলে দেন, “কাশ্মীরি পণ্ডিতদের নাম করে কোটি কোটি টাকা রোজগার করছেন অনেকে। আর বিজেপি বিবেক অগ্নিহোত্রীর হয়ে পোস্টার লাগানোর কাজ করছে! তাও একটি মিথ্যা ছবির!”
2022-03-31