এবারের মোদী সরকার নাম পরিবর্তন করছে নেহরু মিউজিয়ামের। জানা গেছে, এবার থেকে এটি গোটা বিশ্বের কাছে পরিচিত হবে ‘পিএম মিউজিয়াম’ নামে। এই বিশেষ মিউজিয়ামে সংরক্ষিত রাখা থাকবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীদের স্মৃতি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মিউজিয়ামের উদ্বোধন করবেন আগামী ১৪ ই এপ্রিল অর্থাৎ আম্বেদকর জয়ন্তী দিনে।
এই বিষয়ের ওপর বৈঠক চলাকালীন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, এই মিউজিয়ামে ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি বৈঠকে প্রধানমন্ত্রী সাংসদদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘আমরা সকলেই প্রধানমন্ত্রীদের অবদানকে স্বীকৃতি দিতে চাই। ওই মিউজিয়ামে প্রদর্শন করা হবে দেশের প্রাক্তন সমস্ত প্রধানমন্ত্রীদের শিল্পকর্ম।’
প্রসঙ্গত, বিজেপির সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল গত ১৫ ই মার্চ। সেই সময় প্রধানমন্ত্রী তার সাংসদের উদ্দেশ্যে রাজনীতির প্রসঙ্গ তুলে জানিয়েছেন, ”এই পরিবারতন্ত্র রাজনীতি খুব বিপদজনক গণতন্ত্রের জন্য। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।”
2022-03-31