সাংবাদিকতা ছেড়ে জঙ্গি দলে! কাশ্মীরে নিকেশ কুখ্যাত লস্করের ২ জেহাদি

নিরাপত্তা বাহিনী জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য লাভ করল উপত্যকায়। জানা গেল, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার দুই জঙ্গি খতম হয়েছে নিরাপত্তারক্ষীদের গুলিতে। মঙ্গলবার ভোরে কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের মধ্যে একজন ছিল প্রাক্তন সাংবাদিক।

সূত্রের খবর, মঙ্গলবার ভোরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ ও আধাসেনার যৌথবাহিনীর। সংঘর্ষ হয় শ্রীনগরের রায়নাওয়ারি এলাকায়। বেশ কিছুক্ষণ গুলির যুদ্ধ চলার পর নিকেশ হয় রইস আহমেদ ভাট ও হেলাল আহমেদ রাহ। এই দুইজনের মধ্যে রইস আহমেদ সাংবাদিকের কাজ করত একটি পোর্টালে। সূত্রের খবর, সেই পোর্টালের নাম ছিল ভ্যালি নিউজ সার্ভিস।

কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ওই জঙ্গির কাছ থেকে পাওয়া গিয়েছে একটি প্রেস কার্ড। সেই সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র। প্রসঙ্গত, প্রশাসন উপত্যকায় জঙ্গি দমনের জন্য বড়সড় ভূমিকা নিয়েছে। কাশ্মীর প্রশাসন জানিয়েছে, যদি কেউ নিজের ইচ্ছায় যুক্ত হন সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে। তাহলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে দেওয়া হবে। সেইসঙ্গে কোন জঙ্গিকে যদি আশ্রয় দেওয়া হয়, তাহলেও একই কাজ করবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.