বেশ কয়েকদিন আদালত চত্বরে আইনজীবীদের বিবাদ প্রকাশ্যে এসেছিল। এবার, আরও একবার কোর্ট চত্বরের অস্থিরতা প্রকাশ্যে এলো। তবে, এই অস্থিরতা আবার আইনজীবীদের মধ্যে হয়নি, হয়েছে আদালতের বিচারপতিদের মধ্যে। কলকাতা হাইকোর্টের বিচারপতি এবার পৌঁছালেন সুপ্রিম কোর্টের দরবারে।
তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে অভিযোগ জানালেন যে, তাঁর রায় স্থগিত করে দিচ্ছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তা স্থগিত করে দিচ্ছে। তাঁর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে।
এই ঘটনাটি মুলত সিবিআই তদন্তের নির্দেশকে কেন্দ্র করে। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ চলতি সপ্তাহে মঙ্গলবারে স্কুলের শিক্ষক ও অশিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপরে, বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চই প্রধান বিচারপতির নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দেওয়া হয়।
2022-03-31