আর ৩ বছর, তারপরেই তৈরি হয়ে যাবে জোজিলা টানেল প্রবল তুষারপাতেও যেতে পারবেন লাদাখ

1/5নির্ধারিত সময়সীমার এক বছর আগেই শেষ হবে কাজ। আগামী ২০২৫ সালেই শেষ হয়ে যাবে জোজিলা টানেল প্রকল্প। এর ফলে শেষ হবে শ্রীনগর-লেহ হাইওয়ের কাজ। ফাইল ছবি: এএনআই

সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫২৮ মিটার উচ্চতায় অবস্থিত এই টানেল। নির্মাতাদের ধারণা, প্রতিরক্ষা কর্মীরা আগামী ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যেই টানেলটি ব্যবহার করতে সক্ষম হবেন। তবে পুরো কাজ করতে আরও এক বছর লাগবে। ফাইল ছবি: এএনআই
2/5সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫২৮ মিটার উচ্চতায় অবস্থিত এই টানেল। নির্মাতাদের ধারণা, প্রতিরক্ষা কর্মীরা আগামী ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যেই টানেলটি ব্যবহার করতে সক্ষম হবেন। তবে পুরো কাজ করতে আরও এক বছর লাগবে। ফাইল ছবি: এএনআই
এর মাধ্যমে লাদাখে সব আবহাওয়াতেই সংযোগ থাকবে। বর্তমানে শীতের সময়ে বরফের কারণে সড়কপথে লাদাখ যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ফাইল ছবি: পিটিআই (PTI/ S. Irfan)
3/5এর মাধ্যমে লাদাখে সব আবহাওয়াতেই সংযোগ থাকবে। বর্তমানে শীতের সময়ে বরফের কারণে সড়কপথে লাদাখ যাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ফাইল ছবি: পিটিআই (PTI/ S. Irfan)
এই টানেলের ফলে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রয়োজনীয় সরবরাহ, কামান, অস্ত্র এবং গোলাবারুদ চলাচল দ্রুত ও সহজতর হবে। ফাইল ছবি: এএনআই
4/5এই টানেলের ফলে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রয়োজনীয় সরবরাহ, কামান, অস্ত্র এবং গোলাবারুদ চলাচল দ্রুত ও সহজতর হবে। ফাইল ছবি: এএনআই
প্রকল্পে নিযুক্ত ইঞ্জিনিয়ারদের টিম জানিয়েছে, মোট ১৮ কিমি টানেল রয়েছে। এর মধ্যে একটি ১৩ কিমি সিঙ্গেল টিউব টানেল রয়েছে। এটি সোনামার্গকে মিনামার্গের সঙ্গে সংযুক্ত করবে। প্রকল্পটিতে একটি ১৭ কিলোমিটার রাস্তা, চারটি সেতুও হচ্ছে।  ফাইল ছবি: পিটিআই (PTI)
5/5প্রকল্পে নিযুক্ত ইঞ্জিনিয়ারদের টিম জানিয়েছে, মোট ১৮ কিমি টানেল রয়েছে। এর মধ্যে একটি ১৩ কিমি সিঙ্গেল টিউব টানেল রয়েছে। এটি সোনামার্গকে মিনামার্গের সঙ্গে সংযুক্ত করবে। প্রকল্পটিতে একটি ১৭ কিলোমিটার রাস্তা, চারটি সেতুও হচ্ছে।  ফাইল ছবি: পিটিআই (PTI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.