রামপুরহাট গণহত্যার মামলা এখনও শান্ত হয়নি। এই মামলাকে কেন্দ্র করে দিনের পর দিন আরও উত্তপ্ত হচ্ছে রাজ্য। সিবিআই তদন্তে নামতেই ঝুলি থেকে বেরিয়ে আসছে একের পর এক বিড়াল। এবার, এই মামলাকেই কেন্দ্র করে আবারও উত্তপ্ত হল রাজনৈতিক পরিবেশ। বিরোধী দলনেতা অভিযোগ করলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটি মন্তব্য করেছিলেন, যেটি ভাদু শেখের মৃত্যুর সঙ্গে জড়িত ছিল।
বিগত সপ্তাহে রবিবারে নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরের সামনে এক দলীয় সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, “ভাদু শেখের মৃত্যুর পর মমতাই বলেছিলেন কয়েকটা বাড়ি জ্বলছে জ্বলুক না। … সেদিন রাতে বগটুইয়ে যে গণহত্যা চলেছিল, তা খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই ঘটেছে”। তিনি আরও দাবি করেন যে, রামপুরহাট গণহত্যার তদন্তে অনুব্রত মণ্ডলের ফোনটি পরীক্ষা করা হোক। তাঁর দাবি অনুযায়ী, এই পরীক্ষাটি করলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যা অভিযোগ করেছেন, তা সত্য প্রমাণিত হবে।
অপরদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রকাশ্যে আসার পরেই পাল্টা মন্তব্য করলেন বীরভুম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, “শুভেন্দু একটা গাড়ল। গাড়লের কথার গুরুত্ব দেবে না আশা করি”।
2022-03-29