সামনেই আসানসোল উপনির্বাচন। তার আগে বিজেপি কর্মী-সমর্থকদের চমকানোর নিদান দিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, ‘ভোটের দিন বিজেপি কর্মীদের বুথে যেতে দেওয়া যাবে না। তাঁদের চমকে রাখতে হবে’। শুধু তাই নয়, বিজেপিকে ভোট দিলে তার ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা।
মঙ্গলবার সকালে বিজেপির আইটি সেল প্রধান তথা পশ্চিমবঙ্গে দলের সহ পর্যবেক্ষক অমিত মালব্য একটি ভিডিও টুইট করেন। সেখানেই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এমন বিস্ফোরণ মন্তব্য করতে শোনা গিয়েছে। কবে এই মন্তব্য করেছেন, সেই বিষয়টি স্পষ্ট নয়।
ওঁই ভিডিওতে দলীয় কর্মীদের উদ্দেশে তৃণমূল বিধায়ক বলতে শোনা গিয়েছে, ‘যারা কট্টর বিজেপি, যাদের ঘোরানো যাবে না, তাদেরকে চমকাতে হবে। তাদের বলবেন আপনি যদি ভোট দিতে যান তবে ধরে নেব বিজেপিকে ভোট দিচ্ছেন। তারপর কী পরিণাম হবে সেটা আপনার দায়িত্ব। আর আপনি যদি ভোট দিতে না যান তবে ধরে নেব আপনি আমাদের সমর্থনে আছেন। তখন আপনার কোনও সমস্যা হবে না, আপনি চাকরি করুন, ব্যবসা করুন আমরা সঙ্গে আছি’।
টুইটে অমিত মালব্য লিখেছেন, ‘পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী সরাসরি বিজেপি সমর্থক ও কর্মীদের হুমকি দিচ্ছেন, তাদের ভোট দিতে মানা করছেন। এই ধরনের অপরাধীদের জেলে থাকা উচিৎ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদের প্রশয় দিচ্ছেন। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনার চেষ্টা করছি’।