বিপুল আসনে জিতে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন যোগী আদিত্যনাথ। এতেই আনন্দে উদ্বেল হয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে উচ্ছ্বাসে মেতেছিলেন এক মুসলিম যুবক। তার জেরেই প্রাণ দিতে হল। মুসলিম যুবককে খুন করল তাঁর স্বজাতির লোকেরাই। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সম্প্রতি বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। সেই জয়ের সেলিব্রেশনেই শামিল হয়েছিলেন কুশীনগরের বাসিন্দা বাবর। কিন্তু তাঁর সম্প্রদায়ের মানুষ গেরুয়া শিবিরকে সমর্থনের বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি। অভিযোগ, মুসলিমদের মারধরেই প্রাণ হারান তিনি। এসডিএম বরুণ পাণ্ডে জানান, যোগী সরকারকে সমর্থনের জন্য বেশ কয়েকদিন ধরেই হুমকির মুখে পড়তে হচ্ছিল বাবরকে। পুলিশকে সে কথা জানিয়েও ছিলেন বাবর।
পরিবার সূত্রে খবর, ২০ মার্চ নিজের দোকান থেকে বাড়ি ফিরছিলেন ওই যুবক।’জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, তখন হঠাৎ একদল, স্থানীয় দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। প্রাণ বাঁচাতে একটা ছাদে লাফিয়ে উঠে পড়েন ওই যুবক। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযুক্তরাও ওই ছাদে উঠে পড়ে। এরপর সেখান থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তাঁকে রামখোলা সিএইচসি-তে ভর্তি করা হয়। এরপর প্রথমে জেলা হাসপাতাল এবং লখনউতে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন যুবকের মৃত্যু হয়।
রবিবার নিহত যুবকের দেহ এলাকায় আনা হয়। এরপর উত্তেজনা বাড়ে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাস্থলে যান সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেন তিনি। নিহত যুবকের পরিবারের সঙ্গে দেখা করেন স্থানীয় বিধায়ক পঞ্চানন্দ পাঠক। পুলিসে অভিযোগ দায়ের করেছে পরিবার। যার ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের জেল হেফাজতে পাঠানো হয়েছে।