বিজেপির চিন্তন বৈঠক শেষে রাজ্য নেতৃত্বকে ঢেলে সাজানোর বিষয়ে উদ্যোগী হল রাজ্য নেতৃত্ব। সবকিছুই হবে নির্বাচন প্রক্রিয়ায় মাধ্যমে। রবিবার বৈঠক শেষে এক প্রেস বার্তায় বিজেপির পক্ষ থেকে জানানো হয়, বিজেপির সাংগঠনিক পদাধিকারী নির্বাচনের স্টেট রিটানিং অফিসার (সিআরও) নির্বাচিত হলেন বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়। সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ধাপে ধাপে দলের পদাধিকারীদের নির্বাচন হবে।
বুথ, মন্ডল সভাপতি, জেলা সভাপতি, প্রদেশ পরিষদ সদস্য, রাজ্য সভপতি নির্বাচন হবে। প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই নির্বাচন প্রক্রিয়া চলবে।
বিজেপি সূত্রে খবর, সেপ্টেম্বরর মাসে বুথ ও মন্ডলের নির্বাচন হবে। এরপর অক্টোবর মাসে জেলা সভাপতি নির্বাচন।
জেলা সভাপতি প্রতি জেলায় একজন করে প্রদেশ পরিষদের সদস্য নির্বাচন করবেন। সেই সদস্যরা নভেম্বর মাস নাগাদ রাজ্য সভপতিকে নির্বাচন করবেন। এরপর রাজ্য সভপতি জাতীয় কাউন্সিলের সদস্য নির্বাচিত করবেন। ডিসেম্বর মাস নাগাদ এই জাতীয় কাউন্সিলের সদস্যরা আবার বিজেপির সর্বভারতী সভাপতি নির্বাচন করবেন। সম্ভবত, জে পি নাড্ডাই অমিত শাহের উত্তরসূরি হতে চলেছে।
অন্যদিকে,কাশ্মীরে কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা প্রয়োগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান নিয়েও আগামী ১৪ আগষ্ট থেকে জেলায় জেলায় কর্মসূচির করার সিদ্ধান্ত হয়েছে।