সোশ্যাল মিডিয়ায় ফের এক ভয়াবহ করুণ দৃশ্য ভাইরাল হল। দেখা গিয়েছে, সেই ভিডিওতে এক বাবা তার মেয়ের মৃতদেহ কাঁধে তুলে ১০ কিলোমিটার হাঁটলেন। ঘটনাটি ঘটেছে, ছত্তীসগঢ়ের সরগুজায়। বর্তমানে এই ভিডিও ভাইরাল হতেই তৎপর হয়েছে ছত্তীসগঢ় প্রশাসন। সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আমডালা গ্রামের বাসিন্দা ঈশ্বর দাস তার সাত বছরের মেয়ে সুরেখাকে শুক্রবার ভোরে নিয়ে এসেছিলেন লক্ষণপুরের এক সরকারি স্বাস্থ্যকেন্দ্রে। তার মেয়ে বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় মেয়েটির। এরপর ঈশ্বর দাস কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ির জন্য। কিন্তু না পেয়ে শেষ পর্যন্ত মেয়ের দেহ কাঁধে তুলে রওনা হন আমডালার উদ্দেশ্য। তিনি জানিয়েছেন, তিনি বহুক্ষণ অপেক্ষা করে থাকার পরও মেয়ের জন্য কোন শববাহী গাড়ি তিনি জোগাড় করতে পারেননি।
এই প্রসঙ্গে শনিবার লক্ষণপুর স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিনোদ ভার্গব জানিয়েছেন, ”মেয়েটির অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। ৬০-এর কাছাকাছি নেমে যায়। তার বাবা-মা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সে প্রবল জ্বরে ভুগছিল। আমরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছিলাম। কিন্তু তার অবস্থার অবনতি হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ সে মারা যায়।” পাশাপাশি চিকিৎসক আরও জানিয়েছেন যে, ”আমরা মৃতার পরিবারকে জানিয়েছিলাম যে শববাহী গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। সকাল ৯টা ২০ নাগাদ ওই গাড়িটি এসে পৌঁছয়, কিন্তু ততক্ষণে ওই ব্যক্তি তাঁর মেয়ের মৃতদেহ নিয়ে চলে যান।” এই ভিডিও দেখে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সিংহদেও। তিনি জানিয়েছেন, ”ভিডিওটি আমিও দেখেছি। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমি মুখ্য স্বাস্থ্য আধিকারিককে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছি। যারা ওই সময়ে দায়িত্বে ছিলেন, কিন্তু নিজেদের কর্তব্য পালন করেননি, তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছি।”