মোদী জমানায় ভারতের তৈরি অস্ত্রের বিক্রি বেড়েছে ৬ গুণ, লোকসভায় পরিসংখ্যান পেশ কেন্দ্রের

মোদী জমানায় আত্মনির্ভর হচ্ছে ভারত। ৬ গুণ বেড়েছে অস্ত্র বিক্রি। শুক্রবার লোকসভায় পরিসংখ্যান দিয়ে একথা জানাল প্রতিরক্ষা মন্ত্রক। গত আট বছরে প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রফতানি করেছে ভারত।

ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি হয়েছে ফিলিপিন্সে। এ ছাড়া এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনামে অস্ত্র রফতানি বাড়িয়েছে ভারত। আকাশ এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রফতানি নিয়ে আলোচনা চলছে সৌদি আরব ও আরব আমিরশাহির সঙ্গে।

কেন্দ্রীয় মন্ত্রী জানান, ২০২৫ সালের মধ্যে ৩৬, ৫০০ কোটি টাকার অস্ত্র রফতানির লক্ষ্যমাত্রা রেখেছে কেন্দ্র। লোকসভায় একটি লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট জানান ২০১৪-’ ১৫ আর্থিক বছর ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রফতানির আর্থিক মূল্য ছিল ১, ৯৪১ কোটি টাকা। ২০২০-’ ২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রফতানির মূল্য দাঁড়িয়েছে ১১, ৬০৭ কোটি টাকা।

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘অস্ত্র রফতানিতে জোর দেওয়ার জন্য এই কয়েক বছরে বেশ কিছু সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।’ তিনি জানান এই সাফল্যের পিছনে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সহযোগিতা এবং প্রতিরক্ষা দফতরের কার্যকরী উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.