জানা গেল, আগামী সোমবার ও মঙ্গলবার বনধের ডাক দেওয়া হয়েছে সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের যুগ্ম ফোরাম থেকে। সূত্রের খবর, সরকারি কর্মচারীরা কেন্দ্রের একাধিক নীতির কারণে যে সকল সমস্যার মুখোমুখি করছেন তার বিরোধিতা জানাতেই দেশজুড়ে দু’দিনের বনধের ডাক দেওয়া হয়েছে। গত ২২ শে মার্চ, সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের যুগ্ম মঞ্চের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকেই দেশজুড়ে বনধ ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে যাবতীয় বৈঠক করে দেশজুড়ে দুইদিনের বনধ ডাকা হয়েছে। এই বনধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের কৃষক বিরোধী, জনবিরোধী নীতি ও শ্রমিক বিরোধী নীতির বিরোধিতা জানিয়ে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্প্লয়িস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এই বনধে অংশগ্রহণ করবে দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক ইউনিয়নগুলি। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১ এনেছে এবং ব্যাঙ্কগুলিকে আগামী দিনে বেসরকারিকরণের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এবারে তার বিরোধিতা জানাতেই এই বনধে সামিল হবেন।
জানা গিয়েছে, এই বনধে অংশগ্রহণ করবেন ব্যাঙ্কের পাশাপাশি টেলিকম, পোস্টাল, আয়কর ও বীমা, তামা, স্টিল, কয়লা ও তেলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় প্রভাব পড়বে আগামী ২৮ ও ২৯ শে মার্চ।
2022-03-27