ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠন (ISRO) একটি মহাকাশ কুইজ কম্পিটিশন লঞ্চ করেছে। যে এই কম্পিটিশন জিতবে সে প্রধানমন্ত্রী মোদির সাথে বসে চন্দ্রযান-২ কে চাঁদে নামতে দেখার সুযোগ পাবে। এই কুইজ কম্পিটিশন ৯ আগস্টের রাতে ১২ টার সময় শুরু হয়ে ২০ আগস্ট অবদি চলবে। এতে ক্লাস ৮ দিয়ে শুরু করে ক্লাস ১০ অবদির বাচ্চারা ভাগ নিতে পারবে।
আসলে গত কিছু দিন প্রধানমন্ত্রী মোদি “মনের কথায়” বিজ্ঞানের প্রতি বাচ্চাদের রুচি বাড়ানোর জন্য কুইজ কম্পিটিশনের ব্যাপারে উল্লেখ করেছে। এই কুইজে সফল হওয়া বাচ্চাকে ইসরো এর ব্যাঙ্গালোরে অবস্থিত সেন্টারে যাওয়ার সুযোগ দেওয়া হবে। আর সে পিএম মোদির সাথে বসে চন্দ্রযান-২ এর চন্দ্রমায় ল্যান্ডিং দেখতে পাবে। আরো জানুন কি ভাবে এতে ভাগ নেওয়া যেতে পারে।
ভারত সরকারের ওয়েব সাইট mygov.in এ গিয়ে এই কুইজ কম্পিটিশনে উপস্থিত হতে পারবে। এতে ১০মিনিট সময়ে ২০টি প্রশ্নের উত্তর দিতে হবে। স্টার্ট বাটন কে ক্লিক করলেই সময় শুরু হয়ে যাবে। শুরু হওয়ার পর কুইজকে পজ করা যাবে না। এতে একটি ছাত্র একটিবারই সুযোগ পাবে।
ইসরোর ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুযায়ী কম সময় বেশি উত্তর যে দিতে পারবে সে কুইজের বিজেতা হবে। যদি দুজন অংশগ্রহণকারীর পয়েন্ট এক হয়ে যায় তবে লাকি ড্রো দ্বারা বিজেতা নির্বাচন করা হবে। সবচেয়ে বেশি নম্বর আসা সব প্রদেশ থেকে দুটি ছাত্রকে ইসরোর ব্যাঙ্গালোরে অবস্থিত সেন্টারে ডাকা হবে।
পিএম মোদি “মন কি বাত” এ বলেছিল যে ছাত্রদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, এটিকে হাত থেকে বেরিয়ে যেতে যেন না দেওয়া হয়। উনি স্কুলের স্টাফদেরও আগ্রহ করে যাতে তারা স্কুলের ছাত্রদের এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। বলে দি যে চন্দ্রযান-২ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ২২ জুলাই আরোহী করা হয়েছে। এটি ৪৮ দিন পর ৭ সেপ্টেম্বর চন্দ্রমার দক্ষিণী ধ্রুবতে নামবে। চন্দ্রযান-২ কে GSLV-MK3 রকেট থেকে লঞ্চ করা হবে।