চিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াকে ঘিরে ভারতীয় পড়ুয়াদের সাবধান করল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। এই প্রসঙ্গে ইউজিসি শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, ‘ভারতীয় পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য চিনের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবার আগে কয়েকটি দিক দেখে নিয়ে সতর্ক হতে হবে।’ সেই সঙ্গে ইউজিসি জানিয়েছে, আগাম অনুমতি ছাড়া ওই বিশেষ বিশ্ববিদ্যালয়গুলি থেকে কোন ভারতীয় পড়ুয়ারা যদি অনলাইন পরীক্ষা দিয়ে ডিগ্রি হাসিল করে, তাহলে সেই সমস্ত ডিগ্রিকে ইউজিসি কখনই স্বীকৃতি দেবে না।প্রসঙ্গত, মহামারী শুরু হবার পর থেকেই বিদেশি নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে বেজিং প্রশাসন। এবারে সমস্যায় পড়ে গিয়েছে ভারতীয় পড়ুয়ারা। কারণ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করার পর থেকে তারা চিনের বিশ্ববিদ্যালয়গুলিতে সশরীরে প্রবেশ করে ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না। এমন পরিস্থিতিতে বিদেশি পড়ুয়াদের জন্য অ্যাডমিশন চালু করে দিয়েছে চিনা বিশ্ববিদ্যালয়গুলি। এমন পরিস্থিতিতে নিজেদের বিবৃতি দিয়ে ভারতীয় পড়ুয়াদের সতর্ক করে দিল ইউজিসি। উল্লেখ্য, শুক্রবার একটি বৈঠকে বসে চিনের বিদেশমন্ত্রী ও ভারতের বিদেশমন্ত্রী। সেখানে ভারতের বিদেশমন্ত্রী ডাক্তারি পড়ুয়াদের বিষয়টিকে কেন্দ্র করে কথাবার্তা বলেন। বৈঠক শেষে জয়শঙ্কর জানিয়েছেন, ‘আশা রাখি, বেজিং গোটা বিষয়টিকে ঘিরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।’ প্রসঙ্গত, গত ৮ ই ফেব্রুয়ারি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল সাফ জানিয়ে দিয়েছিল, যে সমস্ত পড়ুয়ারা ডিগ্রি নিচ্ছেন অনলাইনে বসে তারা ভারতে চিকিৎসা করার অনুমতি পাবেন না।এদিকে ভারতীয় পড়ুয়ারা করোনার কারণে এখনও ফিরে যেতে পারেনি চিনে। কারণ, বেজিং এখনও পর্যন্ত ভিসা বন্ধ করে রেখেছে। এমন পরিস্থিতিতে চিনা বিশ্ববিদ্যালয়গুলি জানালো, তাদের কোর্সগুলি এবারে পড়ানো হবে অনলাইনের মাধ্যমেই। এমন অবস্থায় ইউজিসি ও এআইসিটিই বিবৃতি জারি করে জানিয়ে দিল, চিনা বিশ্ববিদ্যালয়গুলি থেকে অনলাইনের মাধ্যমে ডাক্তারী ডিগ্রি হাসিল করলে কোনভাবেই তারা স্বীকৃতি দেবে না।
2022-03-26