চিনা বিদেশমন্ত্রীর আমন্ত্রণ জানানো হয় ভারতকে। তাঁর এই আমন্ত্রণের জবাব দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর কথায়, এখনই আমন্ত্রণ গ্রহণে সমস্যা নেই। তবে, আমন্ত্রণ গ্রহণ করার আগে তিনি কিছু বিষয় রাখলেন, যেগুলো আগে সমাধান করা প্রয়োজন বলে দাবি করলেন। সেই সমস্যাগুলোর সমাধান হওয়ার পরই তিনি চিনে যাবেন বলে জানালেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল শুক্রবারে আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানালেন। দুই দেশের মধ্যে আয়োজিত বৈঠকে সীমান্তে স্থিতিশীল অবস্থা তৈরি করার ব্যাপারে ভারত সরকার ও চিন সরকার সহমত পোষণ করেছে। এহেন, দুই দেশের তরফে ডোভাল ও ওয়াং দুই দেশের মধ্যবর্তী সমস্যা দ্রুত মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছে।
আরো পড়ুন : ‘সিবিআই চাই’, এবার হাই কোর্টে মামলা ঝালদার নিহত কংগ্রেস কাউন্সিলারের স্ত্রীর
উল্লেখ্য, বুধবার অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, “(অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের) ভাষণে চিনের বিদেশমন্ত্রী ভারতকে নিয়ে যে অযাচিত প্রসঙ্গ উত্থাপন করেছে, তা খারিজ করে দেওয়া হচ্ছে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের সঙ্গে যে সকল বিষয়গুলি জড়িত আছে, তার পুরোটাই ভারতের অভ্যন্তরীণ বিষয়। চিন-সহ অন্য দেশের তা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। তাদের মনে রাখা উচিত যে তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কোনওরকম মন্তব্য করা থেকে বিরত থাকে”।
2022-03-26