আসানসোলে বেআইনি অস্ত্র কারখানার ও অস্ত্রের সন্ধান মিলল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে। জানা গেছে, বৃহস্পতিবার বেআইনি অস্ত্র কারখানার হদিস পাওয়া যায় বারাবনি বিধানসভার সালানপুরে। পুলিশ ইতিমধ্যেই অস্ত্র তৈরির কারখানা থেকে হাতেনাতে গ্রেফতার করেছে তিনজনকে। ধৃতদের নাম প্রবীন কুমার, রাজকুমার চৌধুরী ও মহম্মদ ইকবাল।
সূত্রের খবর, কারখানা থেকে উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির বিভিন্ন রকমের কাঁচামাল থেকে শুরু করে সরঞ্জাম, মেশিন সহ ১২ টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। এই ঘটনায় আটক করা হয়েছে চিত্তরঞ্জনের বাসিন্দা চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মী তথা বাড়ির মালিক দীনেশ চৌধুরীকে। জানা গিয়েছে, ধৃতদের শুক্রবার আসানসোল আদালতে তোলা হবে। পুলিশ তিনজনকেই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে আদালতে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দুপুরবেলায় অস্ত্র তৈরির কারখানায় হানা দেয়। পুলিশের কাছে খবর আসে সালানপুর থানার রূপনারায়ণপুরের চিতলডাঙার পাড়ার রেলকর্মী দীনেশ চৌধুরীর একটি সুবিশাল বড় লোহার গেট লাগানো বাড়িতে ভাড়া নিয়ে থাকছে ভিন রাজ্যে লোকজন। তারা নাকি বেআইনি অস্ত্র তৈরি করছে।
traces of illegal arms factory in asansol confiscated firearms making equipment
এই খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। এরপর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাদেরকে। ওই বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রসঙ্গে জানিয়েছেন, তারা জানতেন ওই বাড়িতে নাটবল্টু তৈরি করা হত। কিন্তু পুলিশ আসছে দেখে তাদের চক্ষু চড়কগাছ। বর্তমানে ধৃতদের জেরা করে জিজ্ঞাসা করা হবে এই অস্ত্র কারখানার সঙ্গে বাড়ির মালিকের কোন সম্পর্ক রয়েছে কিনা। এছাড়াও, আরও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গেছে।
2022-03-26