বাংলাদেশের দুই যুবতীকে পাচার করার পরিকল্পনা করা হয়েছিল। অবশেষে, সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে দুই যুবতীকে বাংলাদেশের ফিরিয়ে দিল বিএসএফ। ঘটনাটি ঘটেছে, বসিরহাট মহাকুমার স্বরূপনগর থানার ভারত–বাংলাদেশ হাকিমপুর সীমান্তে। সূত্রের খবর, দুই নারীকে পাচার করা হচ্ছে এমনই খবর পায় অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট। জানা যায়, দুইজন নারী বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।
ওই দুজনকে মোটা টাকার লোভ দেখিয়ে এই দেশে আনা হয়েছে। ওই দু’জন সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বাসিন্দা বলে খবর। বাংলাদেশি এক দালাল ওই দু’জনকে ভারতীয় সীমান্ত থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তামিলনাড়ুতে। কিন্তু সীমান্তে প্রবেশ করতেই সন্দেহ হয় ১১২ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানদের। তারা ওই দুই নারীর পরিচয় পত্র দেখে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এরপরই গোটা ঘটনা জানা যায়। ওই দু’জন জানিয়েছে, তাদের একজনের বয়স ২১ আরেকজনের ৩৩। বাংলাদেশের এক দালাল তাদেরকে ঢুকতে বলেছিল ভারতে। এরপর তাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল তামিলনাড়ুতে।
বিএসএফের অনুমান, তাদেরকে বিক্রি করে দেওয়া ছক করেছিল ওই দালাল। পুরো বিষয়টি তাদের কাছ থেকে জেনে নিয়ে ১১২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার চন্দ্রশেখর যোগাযোগ করে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাকডাঙ্গা বাংলাদেশ সীমান্ত বাহিনীর সঙ্গে। এরপর দুই দেশের সীমান্ত অফিসারদের মধ্যে গতকাল রাত্রে একটি ফ্ল্যাগ মিটিং হয়। তারপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই দুই নারীকে তুলে দেয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর হাতে। তবে এখনও অভিযুক্ত দালালকে ধরা যায়নি।
2022-03-26