এবারে ইন্টারনেট পরিষেবা পৌঁছে গেল উত্তরাখণ্ডের ভারত-চিন- নেপাল সীমান্তবর্তী এলাকার প্রায় ২০০ টি গ্রামে। এই প্রসঙ্গে সোমবার এক আধিকারিক বলেছেন, ‘এই সমস্ত গ্রামে বিএসএনএল ও রিলায়েন্স জিওর ইন্টারনেট পৌঁছে গেছে। ইন্টারনেট সংযোগ পেয়ে গ্রামবাসীরা খুশি হয়েছেন।’ সোমবার রাজ্যের তথ্যপ্রযুক্তি বিভাগের বিএসএনএলের আধিকারিকরা পিথরগড় পরিদর্শন করেন, জেলা শাসকের সঙ্গে নিয়ে।
এরপর গোটা এলাকা ঘুরে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির দিকে। সোমবার আধিকারিকদের জানানো হয়, উত্তরাখণ্ডের ওই সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৯৭ টি গ্রামে ইন্টারনেট কানেক্টিভিটির প্রয়োজন রয়েছে। এছাড়াও, অন্যান্য রাজ্যের সঙ্গে সীমান্তবর্তী এলাকার সংযোগ বাড়ানোর জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে। ওই সকল এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের কারণে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। সোমবার ইউনিভার্সেল সার্ভিস বাধ্যবাধকতা তহবিলের প্রশাসক হরি রঞ্জন রাও ধারচুলা যান।
এরপর তিনি কৌশলগত গুরুত্বের কারণে ইন্টারনেট সংযোগ বাড়ানোর ওপর জোর দেন, ওই সকল সীমান্তবর্তী গ্রামগুলিতে। জানা গিয়েছে, ইন্টারনেট সংযোগ ১৪১ টি গ্রামে দেবে বিএসএনএল। আর বাকি ৫৬ টি সীমান্তে রিলায়েন্স জিও ইন্টারনেট পরিষেবা দেবে। এইসব কিছুর পাশাপাশি দেশের সমস্ত গ্রামে ফাইবার অপটিক্যাল কেবল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, ভারত নেটের মাধ্যমে।
2022-03-26