IPL 2022: টিম ডেভিড থেকে তেওয়াটিয়া, নিলামে মালামাল হওয়া এই তারকারা কাড়তে পারেন নজর

1/8গত বারও বেস প্রাইসের অনেক বেশি টাকায় বিক্রি হয়েছিলেন শাহরুখ খান। এ মরশুমে ৪০ লাখ টাকা বেস প্রাইসের ২২.৫ গুণ বেশি ৯ কোটি টাকায় তাঁকে দলে ফেরায় পঞ্জাব কিংস। ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট তো বটেই, আইপিএলেও অল্প বিস্তর তাঁর হিটিং দক্ষতার প্রমাণ মিলেছে। এবারও পঞ্জাব মিডল অর্ডারে বাড়তি দায়িত্বও থাকবে তাঁর উপর, শাহরুখ কিন্তু সকলকে। তাক লাগিয়ে দিতে সক্ষম।

আইপিএল পারফরম্যান্স এমন কিছু আহামরি নয়। তবে স্রেফ প্রতিভার জেরেই আবারও এ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদে বিশাল মূল্যে যোগ দিয়েছেন অভিষেক শর্মা। ২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে তাঁকে শেষমেশ ৬.৫ কোটি টাকায় দলে নেয় সানরাইজার্স।
2/8আইপিএল পারফরম্যান্স এমন কিছু আহামরি নয়। তবে স্রেফ প্রতিভার জেরেই আবারও এ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদে বিশাল মূল্যে যোগ দিয়েছেন অভিষেক শর্মা। ২০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে তাঁকে শেষমেশ ৬.৫ কোটি টাকায় দলে নেয় সানরাইজার্স।
40-8.25 নিলামে টিম ডেভিডকে নিয়ে একাধিক দলের মধ্যে বিশাল দর কষাকষি হয়। শেষমেশ ৪০ লক্ষ টাকার বেস প্রাইসের টিম বিক্রি হনে ৮.২৫ কোটিতে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। লম্বা হিট লাগাতে সক্ষম টিম এবারের সারপ্রাইজ প্যাকেজ হতেই পারেন।
3/840-8.25 নিলামে টিম ডেভিডকে নিয়ে একাধিক দলের মধ্যে বিশাল দর কষাকষি হয়। শেষমেশ ৪০ লক্ষ টাকার বেস প্রাইসের টিম বিক্রি হনে ৮.২৫ কোটিতে। মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নেয়। লম্বা হিট লাগাতে সক্ষম টিম এবারের সারপ্রাইজ প্যাকেজ হতেই পারেন।
৪০ লক্ষ টাকা বেস প্রাইসের রাহুল ত্রিপাঠীকে এবার ৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে পৌঁছে দেওয়ার পিছনে রাহুলের বড় ভূমিকা ছিল। আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্মও করেছেন তিনি, ফিল্ডারও চাবুক। তাই রাহুলের উপর থেকে এক মুহূর্তেও নজরা সরানো যাবে না।
4/8৪০ লক্ষ টাকা বেস প্রাইসের রাহুল ত্রিপাঠীকে এবার ৮.৫ কোটি টাকায় দলে নিয়েছে সানরাইজার্স। গত মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে ফাইনালে পৌঁছে দেওয়ার পিছনে রাহুলের বড় ভূমিকা ছিল। আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্মও করেছেন তিনি, ফিল্ডারও চাবুক। তাই রাহুলের উপর থেকে এক মুহূর্তেও নজরা সরানো যাবে না।
গত মরশুমের আইপিএলে ৮.৪ গড় এবং ১০২.৪৪ স্ট্রাইক রেট সত্ত্বেও, এক কোটি বেস প্রাইসের লিয়াম লিভিংস্টোন বিক্রি হন ১১.৫ কোটি টাকায়। তিনি লম্বা ছক্কা হাঁকানোর পাশাপাশি বোলিংটাও মন্দ করেন না। তাই পঞ্জাব কিংসের এই তারকার উপর নজর তো থাকবেই।  
5/8গত মরশুমের আইপিএলে ৮.৪ গড় এবং ১০২.৪৪ স্ট্রাইক রেট সত্ত্বেও, এক কোটি বেস প্রাইসের লিয়াম লিভিংস্টোন বিক্রি হন ১১.৫ কোটি টাকায়। তিনি লম্বা ছক্কা হাঁকানোর পাশাপাশি বোলিংটাও মন্দ করেন না। তাই পঞ্জাব কিংসের এই তারকার উপর নজর তো থাকবেই।  
৭৫ লক্ষ টাকার বেস প্রাইস থেকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় সানরাইজার্সে যোগ দেওয়া। এবারের আইপিএল নিলামটা একেবারে স্বপ্নের মতো কেটেছে ওয়েস্ট ইন্ডিজের রোমারি শেফার্ডের। বল, ব্যাট দুইই করতে সক্ষম রোমারিও কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজে আহামরি খেলতে পারেননি। তবে তাঁর মধ্যে একাই ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।
6/8৭৫ লক্ষ টাকার বেস প্রাইস থেকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় সানরাইজার্সে যোগ দেওয়া। এবারের আইপিএল নিলামটা একেবারে স্বপ্নের মতো কেটেছে ওয়েস্ট ইন্ডিজের রোমারি শেফার্ডের। বল, ব্যাট দুইই করতে সক্ষম রোমারিও কিছুদিন আগে ভারতের বিরুদ্ধে সিরিজে আহামরি খেলতে পারেননি। তবে তাঁর মধ্যে একাই ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।
আইপিএল নিলামের সময়ও তিনি আনক্যাপড ছিলেন। তা সত্ত্বেও গতবারের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী আবেশ খানকে (ডান দিকে), ১০ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। আবেশের ২০ লক্ষ টাকা বেস প্রাইসের পাক্কা ৫০ গুণ টাকায় বিক্রি হন তিনি। স্বাভাবিকভাবেই তিনি এই মরশুমের অন্যতম খেলোয়াড় যা উপর সকল ভারতীয় নজর রাখবেন।
7/8আইপিএল নিলামের সময়ও তিনি আনক্যাপড ছিলেন। তা সত্ত্বেও গতবারের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী আবেশ খানকে (ডান দিকে), ১০ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। আবেশের ২০ লক্ষ টাকা বেস প্রাইসের পাক্কা ৫০ গুণ টাকায় বিক্রি হন তিনি। স্বাভাবিকভাবেই তিনি এই মরশুমের অন্যতম খেলোয়াড় যা উপর সকল ভারতীয় নজর রাখবেন।
আবেশের মতো ৫০ গুণ বেশি দাম না পেলেও ৪০ লক্ষ টাকা বেস প্রাইসের ২২.৫ গুণ, ৯ কোটি টাকায় রাহুল তেওয়াটিয়া গুজরাট টাইটানসে যোগ দেন। গত মরশুমটা তাঁর ভাল কাটেনি, তবে ব্যাটিং এবং বোলিং, দুইই করতে সক্ষম তেওয়াটিয়া কিন্তু যে কোনও সময়ে যে কোনও ম্যাচের রঙ বদলে দিতে সক্ষম।
8/8আবেশের মতো ৫০ গুণ বেশি দাম না পেলেও ৪০ লক্ষ টাকা বেস প্রাইসের ২২.৫ গুণ, ৯ কোটি টাকায় রাহুল তেওয়াটিয়া গুজরাট টাইটানসে যোগ দেন। গত মরশুমটা তাঁর ভাল কাটেনি, তবে ব্যাটিং এবং বোলিং, দুইই করতে সক্ষম তেওয়াটিয়া কিন্তু যে কোনও সময়ে যে কোনও ম্যাচের রঙ বদলে দিতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.