পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন। ক্ষমতায় আসা মাত্রই উত্তরাখণ্ডবাসীকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা একে একে বাস্তবায়িত করতে শুরু করেছেন। পুষ্কর সিং এবারে বড়সড় একটি ঘোষণা করলেন। তিনি জানান, এবার থেকে উত্তরাখণ্ডে কার্যকর করা হবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড।
প্রসঙ্গত, পুষ্কর সিং বিজেপির নির্বাচনী প্রচারে বক্তৃতা দেওয়ার সময় এই আইনকে কার্যকর করার কথা জানিয়েছিলেন উত্তরাখণ্ডবাসীকে। বৃহস্পতিবার ধামি বলেন, ”রাজ্য মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে যে একটি কমিটি (বিশেষজ্ঞদের) শীঘ্রই গঠন করা হবে এবং এই আইন রাজ্যে কার্যকর করা হবে। এটিই প্রথম রাজ্য যেখানে এই আইন কার্যকর করা হবে।”
অভিন্ন দেওয়ানি আইন হল, দেশের সমস্ত জনগণের জন্য এক আইন। অর্থাৎ সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও এই আইনকে কার্যকর করা হবে। এই আইন কার্যকারী হলে এই আইন মোতাবেক সকল নাগরিককে উত্তরাধিকার, বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও দত্তকের ক্ষেত্রে মান্যতা দিতে হবে এই আইনকে। এই বিশেষ আইন সম্পর্কে বিস্তারিতভাবে বলা রয়েছে, ভারতীয় সংবিধানের ৪৪ নম্বর অনুচ্ছেদে।
2022-03-26