তৃণমূল নেতার বোন লালটি পাসোয়ানকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে শিলিগুড়ি জুড়ে একচেটিয়া মাদকের কারবার চালানোর অভিযোগ রয়েছে। জলপাইগুড়ির তৃণমূল কিষান খেতমজদুর ইউনিয়নের টাউন ব্লক সভাপতি ধরম পাসোয়ানের বোন এই লালটি। এহেন ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সম্প্রতি জলপাইগুড়ি শহরে মারাত্মক বেড়েছে মাদকের ব্যবসা। নেশায় আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ বলে অভিযোগ। বেড়েছে চুরি, ছিনতাই, কেপমারির মতো ঘটনা। অভিযোগের পাহাড় জমছে থানায়। বেড়ে চলা এই সমস্ত ঘটনা নিয়ে পুলিশের দরজায় কড়া নাড়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলের নেতারা। এই পরিস্থিতিতে পুলিশ তদন্তে নেমে মৌচাকে ঢিল মারতেই বেরিয়ে পড়ল তৃণমূল নেতার বোনের নাম।
এরপর বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি ২ নং ঘুমটি এলাকার বাসিন্দা লালটি পাসোয়ানকে গ্রেফতার করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের। পুলিশের জালে ধরা পড়েও মেজাজ দেখাচ্ছিলেন। তখন চ্যাংদোলা করে তাঁকে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
এই ঘটনায় ধরম পাশোয়ান জানান, তাঁর সঙ্গে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে তাঁর বোনের কোনও সম্পর্ক নেই। এছাড়া তিনি নিজেই মাদক বিক্রির বিরুদ্ধে একাধিক বার পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন বলে দাবি করেছেন। উল্লেখ্য, গত বুধবার জলপাইগুড়ি শহর থেকে দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল মাদক দ্রব্য।