কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়ে গেল ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচল। এর ফলে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু এখন সময়ের অপেক্ষা। শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেলে বিধাননগর স্টেশনের ওপর চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।ট্রেন্ডিং স্টোরিজ
কিছুদিন আগেই রেলের আধিকারিকদের নিয়ে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পরিদর্শন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি মহম্মদ লতিফ খান। টানেলের ভেন্টিলেশন সিস্টেম, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ যাত্রী সুরক্ষার দিকগুলিকে খতিয়ে দেখা হয়। স্পিড ট্রায়াল করেও দেখা হয়। এছাড়াও খতিয়ে দেখা হয় অপারেশন কন্ট্রোল সেন্টার, লিফট, এস্কালেটর সহ অনেক কিছুই। ফুলবাগান ও শিয়ালদহের মধ্যে ট্রলি ইনস্পেকশনের সময়ে ক্রস ওয়ার পরিদর্শনও করা হয়। সেইসঙ্গে স্টেশনের প্রবেশ ও বাহিরের পথও খতিয়ে দেখা হয়। কমিশনার অফ রেলওয়ে সেফটির ওই পরিদর্শনের পর মনে করা হয়েছিল, খুব তাড়াতাড়ি হয়ত শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালু হয়ে যাবে। শেষ পর্যন্ত কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে সবুজ সংকেত চলে এল।
জানা যাচ্ছে, এপ্রিলেই চালু হয়ে যাবে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা। এখন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। রেল সূত্রে খবর, আগামী বছর জানুয়ারি মাসে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। এরফলে পরের বছরের শুরুতেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। ওয়াকিবহাল মহলের মতে, শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে সেক্টর ফাইভে কাজ করা কর্মীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। ফলে বিধাননগর স্টেশনে আর ট্রেন ধরার জন্য ভিড় করতে হবে না।