‘যুক্তিহীন’ সংবিধানের ‘বোকা বোকা’ কিছু শর্তের জন্যই আইপিএলে দীর্ঘদিন ধারাভাষ্য দিতে পারেননি, এমনই চাঁচা-ছোলা ভাষায় বিসিসিআইয়ের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন রবি শাস্ত্রী। আসলে তিনি স্বার্থের সংঘাত প্রসঙ্গটাকেই যুক্তিহীন বলে ইঙ্গিত করেন।
টিম ইন্ডিয়ার হেড কোচ থাকাকালীন দীর্ঘদিন আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যায়নি রবি শাস্ত্রীকে। অবশেষে কোহলিদের কোচের চাকরি ছাড়ার পরে এবছর ফের আইপিএলের কমেন্ট্রি বক্সে ফিরছেন শাস্ত্রী। টুর্নামেন্ট শুরুর আগে সম্প্রচারকারী সংস্থার সাংবাদিক সম্মেলনেই শাস্ত্রীকে এপ্রসঙ্গে তীর্যক মন্তব্য করতে শোনা যায়।ট্রেন্ডিং স্টোরিজ
টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ বলেন, ‘এটা আইপিএলের ১৫তম সংস্করণ। আমি প্রথম ১১ বছর ধারাভাষ্য দিয়েছি। তার পরে যুক্তিহীন সংবিধানের নির্বোধের মতো স্বার্থের সংঘাত শর্তে বাঁধা ছিলাম বলেই গত কয়েক মরশুমে আমি ধারাভাষ্য দিতে পারিনি।’
একা শাস্ত্রীকেই নয়, এবছর আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে সুরেশ রায়নাকেও। এবার আইপিএলের মেগা নিলামে রায়নাকে কোনও ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি।
রায়না প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আপনারা ওকে মিস্টার আইপিএল বলতেই পারেন, আমার তাতে অপত্তি নেই। ও আইপিএলে জৌলুস এনেছে। একই ফ্র্যাঞ্চাইজির হয়ে একটাও ম্যাচ মিস না করে একটানা খেলে যাওয়াই ওর কৃতিত্ব প্রমাণ করছে। ও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে একজন।’