ব্যর্থ অপহরণের চেষ্টা, ভরা রাস্তায় হিন্দু তরুণীকে গুলি করে খুন পাকিস্তানে

ফের হিন্দু তরুণীকে গুলি করে খুন করা হল পাকিস্তানে। প্রথমে রাস্তা থেকে অপহরণের চেষ্টা করেছিল। বাধা দেন তরুণী। অপহরণকারিদের সঙ্গে ধবস্তাধবস্তি চলে। শেষে বাধা পেয়ে তরুণীকে গুলি করে খুন করে। জানা গিয়েছে, মৃত তরুণীর নাম পূজা ওদ। পাকিস্তানের সিন্ধ প্রদেশের রোহি নামক শহরে মাঝ রাস্তায় গুলি করে খুন করা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা ধারাবাহিক ভাবেই হয়ে আসছে। পাশাপাশি সেদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের তরুণীদের জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করে বিয়ের ঘটনাও নতুন নয়। এই আবহে একাধিক মানবাধিকার সংস্থা পাকিস্তান সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না করার অভিযোগ করেছে।

প্রতি বছর সংখ্যালঘু সম্প্রদায়ের বহু নারীকে অপহরণ করা হয় এবং জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়। বিশেষ করে সিন্ধে হিন্দুদের উপর ধর্মীয় চরমপন্থীদের অত্যাচার খুব বেশি। পিপলস কমিশন ফর মাইনরিটিস রাইটস এবং সেন্টার ফর সোশ্যাল জাস্টিস অনুসারে, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে জোরপূর্বক ধর্মান্তরের ১৫৬টি ঘটনা ঘটেছে। গোটা পাকিস্তানে যেখানে হিন্দুদের জনসংখ্যা ১.৬ শতাংশ, সেখানে সিন্ধে এই হার ৬.৫১ শতাংশ।

পূজাকে কেন অপহরণ করার চেষ্টা করা হয়, এর পিছনে ধর্মান্তরণের বিষয় জড়িয়ে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। এই পরিস্থিতিতে এর আগে সিন্ধ সরকার জোরপূর্বক ধর্মান্তরিতকে নিষিদ্ধ ঘোষণার চেষ্টা করলেও কট্টরপন্থীদের চাপের মুখে তা করতে পারেনি। এই পরিস্থিততে পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার ক্রমেই বেড়েই চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.