এক কেজি চাল ৫০০ টাকা, বাচ্চার দুধ ৭৯০ টাকা, শ্রীলঙ্কা থেকে ভারতে ঢুকছেন তামিল শরণার্থীরা

প্রচন্ড আর্থিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। হাহাকারের চিত্র দেশজুড়ে এমন ছেয়ে গেছে যে, এবার শ্রীলঙ্কার তামিলরা বর্তমানের ভারতে ফিরে আসে চেষ্টা করছে। সেটা পানীয় হোক বা খাদ্য, পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টার লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে তবেই গিয়ে পাওয়া যাচ্ছে। এই অবস্থায়, ভারতের শরণে এলেন শ্রীলঙ্কার ১৬ জন শরণার্থী।ঘটনাটি ঘটে মঙ্গলবারে। এইদিন দুইটি ভিন্ন ভিন্ন ধরে ভারতে প্রবেশ করার চেষ্টা করে। প্রথম দলটি আসার সময়ে ফোর্থ আইল্যান্ডে ফেঁসে গেছিল বলে জানা গেছে। সূত্রের খবর অনুযায়ী, প্রথম দলটিতে উপস্থিত ৬ জন রামেশ্বরের জন্য রওনা হয়েছিল। এছাড়াও, আরও একটি দল ভারতের তটে এসে পৌঁছায় ১০ জনকে সঙ্গে নিয়ে। ভারতীয় উপকূল বাহিনীর উদ্যোগে দুইটি দলই সফলভাবে অবশেষে ভারতে এসে পৌঁছায়।সম্প্রতি খাদ্য সংকট বিষয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে তামিলনাড়ু পুলিশের তরফে দাবি করা হয় যে, শ্রীলঙ্কায় যে হারে বর্তমানে বেকারত্ব ও খাদ্য সংকট বৃদ্ধি পাচ্ছে, সেই পরিস্থিতিতে বেঁচে থাকার স্বার্থে শ্রীলঙ্কার বহু তামিলরা এবার ভারতে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। এই প্রসঙ্গে, তামিলনাড়ু ইন্টেলিজেন্সি জানিয়েছেন, তামিল শরণার্থীরাদের এই আগমনের এখানেই শেষ হয়, সবে শুরু। উল্লেখ্য, বর্তমানে শ্রীলঙ্কায় এক কেজি চালের দাম হয়ে গেছে ৫০০ টাকা এবং বাচ্চার ৪০০ গ্রাম দুধের দাম হয়ে গেছে ৭৯০ টাকা। অপরদিকে, চিনির দাম কেজি প্রতি ২৯০ টাকা হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.