২০২০ সালে ভারতে বিস্তার লাভ করেছিল করোনা অতিমারির প্রকোপ। সেই সময়ে করোনার বিস্তার নিয়ন্ত্রণে রাখার জন্য দেশ জুড়ে কার্যকরী করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা আইন। সেই আইনক এবার প্রত্যাহার হতে চলেছে দেশ। প্রায় দুবছর ধরে দেশে এই নিয়ম লাগু থাকার পরে অবশেষে প্রত্যাহারের খবরে স্বস্তির নিঃশ্বাস দেশবাসীর।প্রায় দুই বছর আগে লাগু হওয়া বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি ও মহামারী মোকাবিলায় সরকারের তরফে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও, ফেস মাস্ক ব্যবহারের নির্দেশাবলী এখনও প্রত্যাহার করা হচ্ছে না। করোনা সংক্রান্ত অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়া হলেও, বাধ্যতামূলক থাকবে মাস্কের ব্যবহার।করোনা দৈনিক আক্রান্তের হার ধীরে ধীরে কমতে কমতে ০.২৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। এহেন, করোনা আক্রান্তের হারে এই ব্যাপক হ্রাসের পরেই কেন্দ্রের তরফে বিপর্যয় মোকাবিলা আইন প্রত্যাহস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে, দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার তরফে আইন প্রত্যাহারের ব্যাপারে চিঠি পাঠানো হয় গেছে। শুধুমাত্র তারিখের অপেক্ষা। এরপরেই, ৩১শে মার্চ তারিখে প্রত্যাহার হয়ে যাবে বিপর্যয় মোকাবিলা আইন।
2022-03-25