সচিন-সাঙ্গাকারাকে পিছনে ফেলে টেস্টে নতুন রেকর্ড গড়লেন স্টিভ স্মিথ

এখন স্টিভ স্মিথ আরও একটি বিশ্ব রেকর্ড গড়লেন। টেস্টে সবচেয়ে কম ইনিংসে আট হাজার রান পূর্ণ করলেন তিনি। সবচেয়ে কম ইনিংসে ৮০০০ টেস্ট রান করার রেকর্ড এতদিন ছিল কুমার সাঙ্গাকারার দখলে। ২০১০ সালে,সাঙ্গাকারা কলম্বোতে ভারতের বিরুদ্ধে তার ৮০০০ রান পূর্ণ করেছিলেন। এর জন্য তিনি খেলেছিলেন ১৫২টি ইনিংস। সচিন তেন্ডুলকর ১৫৪টি ইনিংস খেলে ৮০০০ টেস্ট রান পূর্ণ করেছেন। স্টিভ স্মিথ সেখানে ১৫১টি টেস্ট ইনিংস খেলে ৮০০০ রানের মাইলস্টোন ছুঁলেন। এদিন তিনি ২৭ বলে মোট ১৭ রান করে আউট হন। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ২২৭ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। ৩৫০ রানে এগিয়ে রয়েছে অজি বাহিনী।

লাহোর টেস্টের দ্বিতীয় ইনিংসে সাত রান করলেই স্মিথ টেস্টে দ্রুততম আট হাজার রান করা ব্যাটসম্যান হয়ে উঠবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি টেস্টে ৮০০০ রান পূর্ণ করেছেন। ১৬৯ ইনিংসে বিরাট এই কীর্তি গড়েছেন। স্মিথের চেয়ে ১৮টি বেশি ইনিংস খেলে এই সাফল্যটা পেয়েছেন তিনি।

তবে স্মিথ এই রেকর্ড গড়ার আগে ১৫০ টেস্ট ইনিংসের পর সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ডটি গড়েছিলেন। তিনি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারার রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। ১৫০টি টেস্ট ইনিংস খেলে সাঙ্গাকারা ৭৯১৩ রান করেছিলেন। একইসঙ্গে তালিকায় সাঙ্গাকারার পর ভারতের হয়ে তালিকায় সচিন তেন্ডুলকর। তিনি ১৫০ ইনিংসে ৭৮৬৯ রান করেছিলেন। এরপর ভারতের হয়ে এই তালিকায় রয়েছেন বীরেন্দ্র সেহওয়াগ ও রাহুল দ্রাবিড়ের নাম। স্মিথ নিজের৮৫তম টেস্ট ম্যাচ খেলেন ১৫০তম টেস্ট ইনিংস।১৫০ ইনিংসের পর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন তিনি। স্মিথের১৫০ইনিংসে৬০.১০গড়ে৭৯৯৩রান রয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.